ইউনেসকোর ফেলোশিপে চীনের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, ২ ক্যাটাগরিতে ৭৫ ফেলোশিপ

ইউনেসকো–চায়না দ্য গ্রেট ওয়াল কো-স্পনসর্ড ফেলোশিপে আবেদন চলছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশ্বের অন্য দেশের সঙ্গে বাংলাদেশিরাও আবেদন করতে পারবেন। শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে এবং বিশ্বের জনগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যই এ ফেলোশিপ দেওয়া হয়। চীন সরকার ও ইউনেসকো প্রতিবছর এ ফেলোশিপ প্রদান করে থাকে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৭৫টি (পঁচাত্তর) ফেলোশিপ প্রদান করা হবে। ইউনেসকো–চায়না দ্য গ্রেট ওয়াল কো-স্পনসর্ড ফেলোশিপ ‘জেনারেল স্কলার প্রোগ্রাম’ ও ‘সিনিয়র স্কলার প্রোগ্রাম’ দুই ক্যাটাগরিতে আবেদন করা যাবে।

আরও পড়ুন

কারা এই ফেলোশিপে আবেদন করতে পারবেন

  • জেনারেল স্কলার প্রোগ্রামের জন্য আবেদনকারীর হাইস্কুল ডিপ্লোমা থাকতে হবে। এই ক্যাটাগরির আবেদনে বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে পারে আবেদনকারীর।

  • সিনিয়র স্কলার প্রোগ্রামের জন্য আবেদনকারীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীকে সহযোগী অধ্যাপক হতে হবে। আবেদনকারীর বয়স ৫০ বছরের ওপরে হওয়া যাবে না।

  • জেনারেল স্কলার প্রোগ্রাম ও সিনিয়র স্কলার প্রোগ্রামে আবেদনের জন্য ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।

আরও পড়ুন

আবেদন কীভাবে

আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের হার্ডকপি প্রিন্ট করে প্রিন্ট কপিসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র বাংলাদেশ ইউনেসকো কমিশনে জমা দিতে হবে। আবেদন–সম্পর্কিত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে। চীন সরকারের নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের তালিকা এই ওয়েবসাইটে মিলবে বিস্তারিত তথ্য।

আরও পড়ুন

আবেদন শেষ কবে

ফেলোশিপে আবেদনপত্র (ইংরেজি ভাষায় লিখিত) ও আনুষঙ্গিক প্রয়োজনীয় কাগজপত্রসহ (দুই সেট হার্ডকপি ও সফটকপি) আবশ্যিকভাবে ২৭ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনে (শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, ১/ক, সেগুনবাগিচা, ঢাকা-১০০০) পাঠাতে হবে।

* আরও জানতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন