বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য যুক্তরাষ্ট্রের বৃত্তি, আবেদনের সময় বাড়ল

বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের জন্য যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বৃত্তির আবেদনের সময় বাড়ল। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ফুলব্রাইট ডিস্টিংগুইশড অ্যাওয়ার্ড ইন টিচিং প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল টিচার্স (ফুলব্রাইট ডিএআই) শিরোনামে এ শিক্ষা কার্যক্রমের জন্য আবেদনের সময় বাড়ল ৪ দিন। এটি বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের জন্য ক্রেডিটবিহীন পেশাগত বিনিময় কার্যক্রম।

ফুলব্রাইট ডিএআইতে আবেদনের শেষ দিন ছিল আজ বৃহস্পতিবার (১১ মে)। আরও চারদিন আবেদন করতে পারবেন শিক্ষকেরা। এখন আবেদন করা যাবে ১৫ মে পর্যন্ত। ওই দিন বাংলাদেশ সময় ৯টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের। মার্কিন দূতাবাসের ফেসবুকে পেজে এসব কথা বলা হয়েছে।  

আবেদনের যোগ্যতা

  • বাংলাদেশে বসবাসরত নাগরিক হতে হবে।

  • প্রাইমারি অথবা মাধ্যমিক স্তরের পূর্ণ সময়ের ইংরেজি, গণিত, সিভিক এডুকেশন, বিজ্ঞান বা সামাজিক অধ্যয়নের শিক্ষক হতে হবে।

  • শিক্ষাদানে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

  • ইংরেজিতে কথা বলা এবং লেখার দক্ষতা থাকতে হবে।

  • মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলের মতো মাইক্রোসফট অফিস স্যুট প্ল্যাটফর্মগুলোর সঙ্গে পরিচিত হতে হবে।

আবেদন কীভাবে

ফুলব্রাইট ডিএআই আবেদন সম্পর্কে জানতে অনলাইনে ঢুঁ মারতে পারেন আগ্রহীরা। সমস্যা হলে বা ফুলব্রাইট বৃত্তির জন্য অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধায় পড়লে [email protected]–এ যোগাযোগ করতে পারেন আগ্রহী ব্যক্তিরা।