গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ছবি: সংগৃহীত

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট শিল্পকর্মে বিশেষ অবদানের জন্য ২০২৩ সালে শিল্পীকে মাস্টার্স ও পিএইচডি কোর্সের জন্য বৃত্তি দেবে সরকার। শিল্পীদের ষষ্ঠ থেকে স্নাতকোত্তরপড়ুয়া মেধাবী সন্তানদের এককালীন মঞ্জুরি বা বৃত্তি দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, ২৮ লাখ টাকার সঙ্গে সন্তান পালনেও মিলবে অর্থ

আবেদনের শর্ত

  • প্রার্থীকে বাংলাদেশের নাগরিক ও প্রচলিত কোনো শাখার শিল্পী বা সাহিত্যিক হতে হবে।

  • শিল্প বা সাহিত্যকর্ম বিকাশে মৌলিক অবদান রাখা শিল্পী বা তাঁর সন্তান বৃত্তি পেতে যোগ্য বলে বিবেচিত হবেন।

  • প্রার্থীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।

  • শিল্পী ও তাঁদের সন্তানকে আলাদা ফরমে আবেদন করতে হবে।

  • পূর্বে আবেদন করা প্রার্থীকে নতুন করে আবেদন করতে হবে না।

আবেদন যেভাবে

* প্রার্থীকে বা থেকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড বা ফটোকপি করে নিতে হবে।
* আবেদন ফরম পূরণ করে নিজ নিজ জেলা প্রশাসক এবং ঢাকা মহানগরীর ক্ষেত্রে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বরাবর ডাকযোগে পাঠাতে হবে।

আরও পড়ুন

আইডিবি মুসলিমদের দেবে প্রশিক্ষণ, হাতখরচের অর্থ মিলবে

দরকারি কাগজপত্র

  • দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।

  • ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কমিশনারের দেওয়া নাগরিকত্ব সনদের কপি।

  • জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।