শিল্পী ও তাঁদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ছবি: সংগৃহীত

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট শিল্পকর্মে বিশেষ অবদানের জন্য ২০২৩ সালে শিল্পীকে মাস্টার্স ও পিএইচডি কোর্সের জন্য বৃত্তি দেবে সরকার। শিল্পীদের ষষ্ঠ থেকে স্নাতকোত্তরপড়ুয়া মেধাবী সন্তানদের এককালীন মঞ্জুরি বা বৃত্তি দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

আবেদনের শর্ত

  • প্রার্থীকে বাংলাদেশের নাগরিক ও প্রচলিত কোনো শাখার শিল্পী বা সাহিত্যিক হতে হবে।

  • শিল্প বা সাহিত্যকর্ম বিকাশে মৌলিক অবদান রাখা শিল্পী বা তাঁর সন্তান বৃত্তি পেতে যোগ্য বলে বিবেচিত হবেন।

  • প্রার্থীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।

  • শিল্পী ও তাঁদের সন্তানকে আলাদা ফরমে আবেদন করতে হবে।

  • পূর্বে আবেদন করা প্রার্থীকে নতুন করে আবেদন করতে হবে না।

আবেদন যেভাবে

* প্রার্থীকে বা থেকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড বা ফটোকপি করে নিতে হবে।
* আবেদন ফরম পূরণ করে নিজ নিজ জেলা প্রশাসক এবং ঢাকা মহানগরীর ক্ষেত্রে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বরাবর ডাকযোগে পাঠাতে হবে।

আরও পড়ুন

দরকারি কাগজপত্র

  • দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।

  • ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কমিশনারের দেওয়া নাগরিকত্ব সনদের কপি।

  • জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।