বিএসএমএমইউতে অ্যাডভান্স ফেলোশিপ ট্রেনিং, কোর্স ফি ১০ হাজার টাকা

বিএসএমএমইউফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক বছর মেয়াদি অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ প্রোগ্রাম শুরু হচ্ছে জুলাইয়ে। এ প্রশিক্ষণে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে ১২ জুনের মধ্যে। আর কোর্সের ফি ১০ হাজার টাকা।

বিএসএমএমইউর উপরেজিস্ট্রার (শিক্ষা) জি এম সাদিক হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের অধীন জুলাই হতে ১ বছর মেয়াদি ‘স্ট্রোক ও নিউরো ইন্টারভেনশন ফেলোশিপ প্রোগ্রাম’ শীর্ষক অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে আবেদন আহ্বান করা যাচ্ছে। নিউরোলজি বিষয়ে এমডি বা এফসিপিএস অথবা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। ৩০ জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৪৫ বছর।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন

কোর্সটি ‘সার্বক্ষণিক’ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রার্থীদের সার্বক্ষণিকভাবে নিউরোলজি বিভাগের সঙ্গে সংযুক্ত থাকতে হবে।’ এ কোর্সের ফি ধরা হয়েছে ১০ হাজার টাকা। নির্বাচিত প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে এ অর্থ। কোর্স শুরুর সময় নিউরোলজি বিভাগের অ্যাকাউন্টে Caution Money হিসেবে ১০ হাজার টাকা জমা দিতে হবে। আবেদনপত্রের ফরম সংগ্রহের সময়ও ফরম ফি বাবদ দিতে হবে ২০০ টাকা।

আরও পড়ুন
আরও পড়ুন