দিনাজপুরে বিনা মূল্যে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ পাবেন ২৫ জন
দিনাজপুরে বিশেষ ‘উদ্যোক্তা উন্নয়ন’ কোর্সের প্রশিক্ষণ আয়োজিত হবে। সম্পূর্ণ বিনা মূল্যে ২৫ জন এ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ পাবেন।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের বাস্তবায়ন করা শিল্প প্রতিযোগিতামূলক এবং উদ্ভাবন প্রোগ্রামের জন্য দক্ষতা (এসআইসিআইপি) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ আয়োজন করা হবে। এ উদ্যোগে সহায়তা করছে আইডিএলসি ফাইন্যান্স।
উদ্যোক্তা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ কোর্সটির মেয়াদ হবে এক মাস। সময় ১০০ ঘণ্টা। এ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণটি দেওয়া হবে সম্পূর্ণ বিনা মূল্যে।
প্রশিক্ষণ পাবেন ২৫ জন
প্রশিক্ষণটি হবে দিনাজপুরে। আইডিএলসির তত্ত্বাবধানে ২৫ প্রশিক্ষণার্থীকে বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। সপ্তাহে ৫ দিন করে মোট ২০ দিনের, ১০০ ঘণ্টার প্রশিক্ষণ হবে। এতে বিজনেস মডেল ডেভেলপমেন্টের ওপর বিশেষ দিকনির্দেশনা দেওয়া হবে। বিনিয়োগ ও অর্থায়নসংক্রান্ত বিভিন্ন বিষয়েও সহযোগিতা করা হবে। সাক্ষাৎকার ও বিজনেস ফিজিবিলিটি প্রতিবেদনের ভিত্তিতে প্রশিক্ষণার্থীদের নির্বাচন করা হবে।
যোগ্যতা ও শর্তাবলি
প্রশিক্ষণার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইচএসসি বা সমমান পাস।
বয়স সর্বনিম্ন ২২ থেকে সর্বোচ্চ ৫৫ বছর।
যাঁরা ব্যবসা শুরুর সিদ্ধান্ত নিয়েছেন বা যাঁদের ব্যবসায়ের ধারণা ও পরিকল্পনা আছে কিন্তু দিকনির্দেশনা প্রয়োজন বা যাঁদের ব্যবসা চালু আছে কিন্তু সহযোগিতা প্রয়োজন।
প্রশিক্ষণার্থীদের নিজ নিজ একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট আইডিএলসিতে জমা দিতে হবে।
আবেদনের নিয়ম
প্রশিক্ষণ নিতে আগ্রহীদের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের SME Portal/SICIP ট্যাব থেকে Business Feasibility Report Template ডাউনলোড করে পূরণ করতে হবে। পূরণ করা ফরম সংযুক্তিসহ স্ক্যান করে [email protected] ই-মেইলে পাঠাতে হবে। আবেদন যাচাই–বাছাই শেষে যোগ্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।