ইসলামী উন্নয়ন ব্যাংকের স্কলারশিপ, বাড়তি সুযোগ আরবি অথবা ফরাসির দক্ষতায়

নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করে ইসলামী উন্নয়ন ব্যাংকছবি: সংগৃহীত

ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) একটি বহুমুখী উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান। সৌদি আরবের জেদ্দায় এর সদর দপ্তর। আইডিবি জাতিসংঘ সাধারণ পরিষদের একটি পর্যবেক্ষক সংস্থাও। ব্যাংকটির সদস্য বর্তমানে ৫৭টি দেশ। আইডিবি গ্রুপ ৫টি সংস্থার সমন্বয়ে গঠিত। সংস্থাগুলো হলো ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি), ইসলামী গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (আইআরটিআই), বেসরকারি ক্ষেত্রে উন্নয়নের জন্য ইসলামী সহযোগিতা (আইসিডি), বিনিয়োগ ও রপ্তানি সক্ষমতায় ইনস্যুরেন্সের জন্য ইসলামী সহযোগিতা (আইসিআইইসি) এবং আন্তর্জাতিক ইসলামী ব্যবসা ও অর্থনৈতিক করপোরেশন (আইটিএফসি)।

ইসলামী উন্নয়ন ব্যাংক একটি স্কলারশিপ দেয়। এর নাম ইয়াং প্রফেশনাল প্রোগ্রাম (ওয়াইপিপি)। বাংলাদেশসহ আইএসডিবির সদস্যভুক্ত দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তিতে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রিধারী শিক্ষার্থীদের বিনা মূল্যে দুই বছর মেয়াদি প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দেয় আইএসডিবি। আরবি অথবা ফরাসি ভাষায় দক্ষতাসম্পন্ন প্রার্থীদের বিশেষভাবে বিবেচনা করা হয় ইয়াং প্রফেশনাল প্রোগ্রামে।নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করে ইসলামী উন্নয়ন ব্যাংক।

আরবি অথবা ফরাসি ভাষায় দক্ষতাসম্পন্ন প্রার্থীদের বিশেষভাবে বিবেচনা করা হয় ইয়াং প্রফেশনাল প্রোগ্রামে। নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করে ইসলামী উন্নয়ন ব্যাংক।

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ওয়াইপিপি হলো একটি প্রতিযোগিতামূলক প্রোগ্রাম। এ প্রোগ্রামের লক্ষ্য হলো তরুণ ও প্রতিভাবানদের ভবিষ্যতের নেতা (লিডার) হিসেবে যাত্রার পথ তৈরি করে দেওয়া। এটি মূলত ব্যাংকের বিভিন্ন বিভাগে আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনের একটি সুবর্ণ সুযোগও।

আরও পড়ুন

ওয়াইপিপির সুযোগ-সুবিধা—

  • আন্তর্জাতিক মান অনুযায়ী করমুক্ত বেতন মিলবে

  • স্বাস্থ্য ও জীবনবিমা সুবিধা পাবেন প্রার্থী

  • শিক্ষা ভাতা প্রদান করবে

  • থিসিস ভাতা দেবে

ফাইল ছবি

আবেদনের যোগ্যতা—

  • স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে (ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়ে)

  • আইএসডিবি সদস্যদেশের নাগরিক হতে হবে

  • ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে

  • বয়স ৩২ বছরের নিচে হতে হবে

  • পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন

প্রয়োজনীয় নথিপত্র—

  • বৈধ পাসপোর্ট থাকতে হবে

  • একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট

  • পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)

  • পাসপোর্ট সাইজের ছবি

  • কাজের অভিজ্ঞতা সনদ।

আবেদন যেভাবে

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ: ৩১ মে ২০২৫

আরও পড়ুন
আরও পড়ুন