ডাড–এজিআই রিসার্চ ফেলোশিপ, ৩২০৪ ইউরো পর্যন্ত মাসিক উপবৃত্তি
দ্য জার্মানি একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (ডাড)/আমেরিকান জার্মান ইনস্টিটিউট (এজিআই) রিসার্চ ফেলোশিপ প্রোগ্রামে আবেদন চলছে। ২০২৪ সালের জন্য আবেদন গ্রহণ চলছে।
ফেলোশিপের বিবরণ
ডাডের অর্থায়ন করা এই ফেলোশিপ প্রোগ্রামে সিনিয়র ও জুনিয়র উভয় গবেষক আবেদন করতে পারবেন। আমেরিকান জার্মান ইনস্টিটিউটে করতে হবে আবেদন। এই প্রোগ্রামে দুই থেকে চার মাস স্থায়ী গবেষণার প্রস্তাব জমা দিতে হবে। ৩ হাজার ২০৪ ইউরো পর্যন্ত মাসিক উপবৃত্তি, ভ্রমণসহায়তাসহ বেশ কিছু সুবিধা মিলবে এই ফেলোশিপে।
ফেলোরা কী করবেন?
ফেলোরা নীতি, রাজনীতি, অর্থনীতি, আইন, শিক্ষা, সামাজিক বিজ্ঞান ও মানবিকতার মতো ক্ষেত্রগুলোয় ফোকাস করে গবেষণায় নিযুক্ত হবেন। গবেষণা চলার সময়ে ফেলোরা তাঁদের গবেষণার ফলাফল, বিশেষজ্ঞদের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তুলবেন। আর জার্মান-আমেরিকান অংশীদারত্বকে উৎসাহিত করার কাজে অবদান রাখবে।
আবেদন কীভাবে
আবেদন করতে ইংরেজিতে নিম্নলিখিত নথিগুলো জমা দিতে হবে—
•আপনার যোগ্যতা এবং আপনি ফেলোশিপ সম্পর্কে কীভাবে জেনেছেন, তা উল্লেখ করে একটি সংক্ষিপ্ত কভার লেটার লিখতে হবে;
•প্রকাশনা তালিকাসহ জীবনবৃত্তান্ত;
•৫–৭ পৃষ্ঠার প্রকল্প প্রস্তাব জমা দিতে হবে। গবেষণার রূপরেখা এজিআইর মিশনের সঙ্গে প্রাসঙ্গিকতা এবং এজিআইকে বেছে নেওয়ার জন্য কারণগুলো;
•সাম্প্রতিক সময়ের দুটি রেফারেন্সের চিঠি (পিএইচডি শিক্ষার্থীদের জন্য এবং সাম্প্রতিক পিএইচডিগুলোর জন্য)।
•ইংরেজিতে দক্ষতার প্রমাণপত্র।
গুরুত্বপূর্ণ বিবরণ
•আবেদনের শেষ দিন: ১৯ নভেম্বর ২০২৩;
•সফল আবেদনকারীদের অবশ্যই জে ওয়ান ভিসা পেতে হবে;
•আবেদনের ই–মেইল সুসান ডিপার ডিরেক্টর অব প্রোগ্রামস ও গ্র্যান্টসকে করতে হবে।