ইউজিসির পিএইচডি ফেলোশিপের আবেদন চলছে, মাসে মিলবে ৩০,০০০ টাকা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)
ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষে পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি/এমপিও কলেজ এবং মেধাবী শিক্ষার্থীদের পিএইচডি ফেলোশিপ দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আবেদনের শেষ সময় ২৫ এপ্রিল।

ফেলোশিপের ভাতা হিসেবে প্রতি মাসে ৩০ হাজার টাকা পাবেন গবেষকেরা। যোগ দেওয়ার তারিখ থেকে সর্বোচ্চ ৩৬ মাস পাবেন এ টাকা। ফেলোশিপের জন্য নির্ধারিত আবেদনপত্র, তথ্য চার্ট, শর্তাবলি ইউজিসির ওয়েবসাইট (www.ugc.gov.bd) থেকে ডাউনলোড করা যেতে পারে।

আবেদন ফি

জনতা ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে ৩০০০/- (মাত্র তিন হাজার) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুকূলে জমা দিয়ে টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদন প্রক্রিয়া

প্রয়োজনীয় কাগজপত্রসহ সম্পূর্ণ আবেদনের একটি সেট পরিচালক, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭-এ পাঠাতে পারেন অথবা জীবনবৃত্তান্ত এবং তথ্য চার্টসহ আবেদনপত্রের সফট কপি ([email protected]) ই–মেইল করতে পারেন।