সেবা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি, প্রতি মাসে পাবেন ৩ হাজার টাকা, প্রতারক চক্র থেকে সতর্ক থাকুন

শিক্ষাবৃত্তিপ্রথম আলো ফাইল ছবি

সেবা ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় ২০২৫ সালে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করবে।

বৃত্তির আবেদনের যোগ্যতা

১. সব বিভাগ: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা।

২. বিভাগীয় শহর/সিটি করপোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে জিপিএ-৩.৫০।

৩. সিটি করপোরেশন এলাকার বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে জিপিএ-৩।

আরও পড়ুন

বৃত্তির পরিমাণ ও সময়

  • শিক্ষার স্তর: স্নাতক থেকে,

  • সময় হবে: চার বছর,

  • মাসিক বৃত্তি: ৩০০০ টাকা,

  • বার্ষিক অনুদান পাঠ্য উপকরণের জন্য পাবেন ৫০০০ টাকা।

আবেদনের শেষ তারিখ

১. আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৫।

২. আবেদনের ফলাফল প্রকাশের তারিখ: ১৫ নভেম্বর ২০২৫, নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুন

আবেদনের শর্তাবলি

১. যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তাঁরা সেবা ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তির জানা যোগ্য বলে বিবেচিত হবেন না।

২. গ্রামীণ বা অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণদের জন্য বৃত্তির শতকরা ৯০ ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে।

# বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট

আরও পড়ুন

আমাদের বক্তব্য

গত ৫ নভেম্বর প্রথম আলো অনলাইনে প্রকাশিত ‘সেবা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি, প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা’ সংবাদটি সেবা ফাউন্ডেশনের (https://shebafoundation.help) থেকে নেওয়া হয়েছিল। এখন সেই ওয়েবসাইটটি বন্ধ পাওয়া যাচ্ছে। শিক্ষা বৃত্তি পেতে একটি প্রতারক চক্রটি বিকাশে ২০০ টাকা খরচ চাচ্ছে, যা পুরোপুরি অবৈধ। এ চক্রটিকে কোনো টাকা প্রদান না করতে অনুরোধ করা যাচ্ছে।

প্রকাশিত সংবাদটি সিলেট গেয়াইনঘাট উপজেলার ‘সেবা ফাউন্ডেশন’–এর সঙ্গে জড়িত নয়। সিলেট গেয়াইনঘাটে ‘সেবা ফাউন্ডেশন’ এ সংতর্ক বার্তাও তাদের ফেসবুক পেজে প্রকাশ করেছে। সংবাদে ভুলে তাদের প্রতিষ্ঠানের ছবি প্রকাশ করা হয়েছে। এ জন্য দুঃখিত। ছবিটি সরিয়ে নেওয়া হলো। বৃত্তির জন্য টাকা দাবি করা চক্রটির ব্যাপারে সবাই সতর্ক থাকবেন। ভবিষ্যতে আমরাও এমন নিউজ করার ক্ষেত্রে সতর্ক থাকব।