সুইজারল্যান্ডের লুজন ইউনিভার্সিটিতে পড়াশোনা, মাসে ২ লাখ টাকার সঙ্গে অন্য সুবিধা

আগ্রহীদের আগামী ১ নভেম্বরের মধ্য আবেদন করতে হবে।
ফাইল ছবি

সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুজন (ইউএনআইএল) মাস্টার্সে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করেছে। আগ্রহী বাংলাদেশি প্রার্থীরাও এই প্রোগ্রামে ভর্তিতে আবেদন করতে পারবেন। আগ্রহীদের আগামী ১ নভেম্বরের মধ্য আবেদন করতে হবে।

আরও পড়ুন
আরও পড়ুন

সুযোগ–সুবিধা

* মাসে ১ হাজার ৬০০ সুইস ফ্রাঙ্ক। ১ সুইস ফ্রাঙ্ক সমান ১২৩ টাকা ৮৮ পয়সা ধরলে ১ লাখ ৯৮ হাজার ২০৮ টাকা (রোববার সন্ধ্যা হিসেবে)।
* বছরের ১০ মাস (১৫ সেপ্টেম্বর থেকে ১৫ জুলাই) পর্যন্ত দেওয়া হবে এ অর্থ।

আবেদনের যোগ্যতা

* বিদেশি কোনো বিশ্ববিদ্যালয় থেকে সুইজারল্যান্ডের স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে;
* একাডেমিক ভালো ফল থাকতে হবে;
* ইংরেজি বা ফরাসি ভাষায় ন্যূনতম সি ১ লেভেলের ভাষাদক্ষতা থাকতে হবে।