কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তি, তথ্য সংশোধনের নির্দেশ

কারিগরি শিক্ষা বোর্ড

কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য ইতিমধ্যে পূরণ করা ইআইআইএন নম্বর ফিল্ডে কোনো তথ্যে ভুল থাকলে তা সংশোধনে সরকারি–বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানকে আহ্বান জানানো হয়েছে।

১৩ আগস্ট প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৩–২৪ অর্থবছরে উপবৃত্তি ও শিক্ষা উপকরণ ক্রয়ে সহায়তা কার্যক্রমে অন্তর্ভুক্তিতে আবেদনপত্রে অবশ্যই বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) দেওয়া ইআইআইএন নম্বর পূরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডিটিই স্টাইপেন্ড এমআইএস সফটওয়্যারে ইতিমধ্যে অন্তর্ভুক্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরের তথ্যে কোনো ভুল থাকলে তা সংশোধনেও আবেদন করতে হবে।

২০২৩ শিক্ষাবর্ষে চালু করা ১৫টি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ অন্যান্য সরকারি–বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে শিগগির ইআইআইএন সার্টিফিকেট দাখিল ও ইআইআইএন নম্বরের তথ্য সংশোধনে আবেদনে করতে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি ও অন্যান্য নির্দেশনা দেখতে ক্লিক করতে পারবেন।