বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রস্তাব, অনুদান তিন লাখ টাকা
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্রের ২০২৫–২৬ অর্থবছরের জন্য আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করেছে।
ভর্তির জন্য দরকারি
১. গবেষণার বিষয়বস্তু অবশ্যই ‘বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধ’–সম্পর্কিত হতে হবে।
২. প্রতিটি গবেষণা প্রকল্পের অনুদানের পরিমাণ দেওয়া হবে তিন লাখ টাকা। এই প্রকল্পের মেয়াদ থাকবে এক বছর।
যা জমা দিতে হবে
১. সর্বোচ্চ ১ হাজার ৫০০ শব্দের মধ্যে প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে গবেষণার প্রস্তাব জমা দিতে হবে।
২. গবেষণা প্রকল্পের আগ্রহী ব্যক্তিদের আবেদন ফরম, জীবনবৃত্তান্ত ও গবেষণা প্রস্তাব দাখিল করার বিস্তারিত বিবরণ বাউবির ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
ভর্তি তথ্য
আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই ২০২৫। অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না। যেকোনো আবেদন গ্রহণ বা বাতিল বা স্থগিতের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট