চলতি বছরে জানুয়ারি থেকে জুন পর্যন্ত উপবৃত্তির টাকা না পাওয়া শিক্ষার্থীদের তথ্য চেয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। কোন উপজেলায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কতজন শিক্ষার্থী উপবৃত্তির জন্য নির্বাচিত ও সক্রিয়, জানুয়ারি থেকে জুন কিস্তিতে কতজন শিক্ষার্থী টাকা পেয়েছে, কতজন উপবৃত্তির টাকা পায়নি, সে তথ্য ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি স্কিমকে জানাতে বলা হয়েছে। উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে তা জানাবেন। বিষয়টি জানিয়ে শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে চিঠিটি প্রকাশ করা হয়েছে।
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এইচএসপি-এমআইএস অনুযায়ী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর সংখ্যা, জানুয়ারি-জুন ২০২৩ কিস্তিতে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এবং জানুয়ারি-জুন কিস্তিতে উপবৃত্তির জন্য নির্বাচিত অথচ টাকা পায়নি, এমন শিক্ষার্থীর সংখ্যা নির্ধারিত এক্সেল শিটে শিক্ষাপ্রতিষ্ঠান অনুযায়ী উপজেলা ও থানাভিত্তিক তালিকা আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে সফট কপি উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিশিয়াল ই-মেইল থেকে স্কিমের ই-মেইলে ([email protected]) এবং স্বাক্ষরিত হার্ড কপি ডাকযোগে পাঠাতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরাসরি পাঠানো কোনো তথ্য গ্রহণযোগ্য হবে না বলে চিঠিতে জানানো হয়েছে।