সুনামগঞ্জ জেলা পরিষদ ২০২২–২৩ অর্থবছরে জেলার মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি দেবে। এ জন্য আবেদন আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীরা ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। এ বৃত্তি পেতে সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের কোন ১০ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা

সুনামগঞ্জ জেলা পরিষদ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী এককালীন এই বৃত্তি পেতে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষার মার্কশিটের সত্যায়িত কপি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়রের কাছ থেকে নাগরিকত্ব সনদ এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যুক্ত করতে হবে।

আরও পড়ুন

দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসে ফেলোশিপ, ৯ বিষযে গবেষণা

পূরণ করা আবেদনপত্র সব কাগজসহ জেলা পরিষদ কার্যালয়ে সরাসরি, ডাকযোগে বা ই–মেইলের মাধ্যমে পাঠানো যাবে। বিজ্ঞপ্তি ও আবেদনের নমুনা কপি দেখতে ক্লিক করুন