সুনামগঞ্জ জেলা পরিষদের শিক্ষাবৃত্তি, আবেদন আগস্টের শেষ দিন পর্যন্ত

সুনামগঞ্জ জেলা পরিষদ ২০২২–২৩ অর্থবছরে জেলার মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি দেবে। এ জন্য আবেদন আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীরা ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। এ বৃত্তি পেতে সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

আরও পড়ুন

সুনামগঞ্জ জেলা পরিষদ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী এককালীন এই বৃত্তি পেতে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষার মার্কশিটের সত্যায়িত কপি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়রের কাছ থেকে নাগরিকত্ব সনদ এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যুক্ত করতে হবে।

আরও পড়ুন

পূরণ করা আবেদনপত্র সব কাগজসহ জেলা পরিষদ কার্যালয়ে সরাসরি, ডাকযোগে বা ই–মেইলের মাধ্যমে পাঠানো যাবে। বিজ্ঞপ্তি ও আবেদনের নমুনা কপি দেখতে ক্লিক করুন