যুক্তরাষ্ট্রের কমিউনিটি সলিউশন প্রোগ্রাম, নেতৃত্ব-দক্ষতা বিকাশে সুযোগ খুঁজলে আবেদন করুন

বয়স ২৬ থেকে ৩৯ বছরের মধ্যে হলে যুক্তরাষ্ট্রের সিএসপি প্রোগ্রামে আবেদন করা যাবে
ছবি: আমেরিকান দূতাবাসের সৌজন্য

যুক্তরাষ্ট্রের কমিউনিটি সলিউশন প্রোগ্রাম (সিএসপি) ২০২৪-এ আবেদন শুরু হয়েছে। সিএসপি হলো পেশাদার নেতৃত্ব বিকাশের প্রোগ্রাম। প্রতিষ্ঠিত সম্প্রদায়ের যেসব নেতা গণতন্ত্র ও মানবাধিকার, পরিবেশ, শান্তি, সংঘাতের সমাধান এবং নারী ও লিঙ্গসম্পর্কিত সমস্যাগুলো সমাধান ও তাঁদের সম্প্রদায়ের উন্নতির জন্য কাজ করেন, তাঁরা বছরব্যাপী এ প্রোগ্রামে অংশ নিতে পারবেন। সিএসপি প্রোগ্রামের মধ্যে রয়েছে চার মাসের হাতেকলমে অনুশীলন, ব্যক্তিগতকৃত/নেতৃত্বের প্রশিক্ষণ এবং স্নাতক স্তরের নেতৃত্ব পাঠ্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণ এবং একটি ছয় মাসের কমিউনিটি প্রজেক্ট নিজ দেশে বাস্তবায়ন করার সুযোগ। কমিউনিটি সলিউশন প্রোগ্রামের জন্য আবেদন চলছে।

আরও পড়ুন

আবেদনের যোগ্যতা

  • এ বছরের ১ জানুয়ারি বয়স ২৬ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে;

  • নিজ দেশে বাস করছেন এবং কাজ করছেন;

  • আপনার সম্প্রদায়ের উন্নয়নে পূর্ণ সময় বা খণ্ডকালীন কর্মচারী বা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা আছে;

  • আপনি বর্তমানে যুক্তরাষ্ট্রে কোনো একাডেমিক, প্রশিক্ষণ বা গবেষণা প্রোগ্রামে অংশগ্রহণ করছেন না;

  • ইংরেজিতে কথা বলা এবং লেখার ক্ষেত্রে দক্ষতা থাকা আবশ্যক;

  • সেমিফাইনালিস্টদের টোয়েফল বা আইইএলটিএস পাস করতে হবে;

  • ২০২৪ সালের আগস্ট থেকে ডিসেম্বর চার মাসের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণের যোগ্য হতে হবে;

  • আপনি যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্থায়ী বাসিন্দা নন এবং গত তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদন করেননি;

  • আপনি প্রোগ্রামটি শেষ করার পর কমপক্ষে দুই বছরের জন্য আপনার দেশে ফিরে যেতে প্রতিশ্রুতিবদ্ধ;

  • আপনি বা আপনার পরিবারের কেউ বর্তমান আইআরইএক্স কর্মচারী বা পরামর্শদাতা নন।

সিএসপি প্রোগ্রামের জন্য নির্বাচিত হলে চার মাসের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ আছে
ছবি: আমেরিকান দূতাবাসের সৌজন্য
আরও পড়ুন

আর্থিক সহায়তা

  • যুক্তরাষ্ট্রে রাউন্ড-ট্রিপ ভ্রমণ খরচ;

  • যুক্তরাষ্ট্রে থাকাকালীন আবাসন, খাবার এবং অন্যান্য জীবনযাত্রার ব্যয়গুলোর জন্য মাসিক ভাতা;

  • চিকিৎসা ব্যয়।

আবেদন শেষ কবে

কমিউনিটি সলিউশন প্রোগ্রামে আগামী ১ নভেম্বর ২০২৩–এর মধ্যে আবেদন করা যাবে।

আরও পড়ুন
আরও পড়ুন