বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং অধিভুক্ত মেডিকেল কলেজের এমফিল-ডিপ্লোমা জুলাই ২০২২ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ মার্চ। এমফিল, এমএড ও ডিপ্লোমা কোর্সের পরীক্ষা সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং এমফিল এমএসপি ও এমপিএইচ প্রোগ্রামের পরীক্ষা বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিএসএমএমইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
বিএসএমএমইউ-এর বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে, ‘বিএসএমএমইউ এবং অধিভুক্ত বিভিন্ন মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটে জুলাই ২০২২ সেশনের এমফিল, এমএড, ডিপ্লোমা ও এমপিএইচ কোর্সের একাডেমিক সেশন শুরু হবে আগামী ১ জুলাই ২০২৩।’