হাঙ্গেরির স্টাইপেন্ডিয়াম স্কলারশিপে মনোনয়ন পেলেন বাংলাদেশের ২২৯ শিক্ষার্থী

হাঙ্গেরি সরকারের ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৪-২৫’ কর্মসূচির আওতায় বাংলাদেশের ২২৯ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন। মনোনীত শিক্ষার্থীদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

শিক্ষা মন্ত্রণালয়ের এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাঙ্গেরি সরকারের ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৪-২৫’ কর্মসূচির আওতায় স্নাতক পর্যায়ে ৮৪ জন, স্নাতকোত্তর পর্যায়ে ৮০ জন, ওয়ান টাইয়ার মাস্টার্স পর্যায়ে ৬ জন, নিউক্লিয়ার এনার্জিক্টিস-এ ৯ জন এবং পিএইচডি পর্যায়ে ৫০ জনসহ মোট ২২৯ জন শিক্ষার্থী প্রাথমিক পর্যায়ে মনোনীত হয়েছেন। এ মনোনয়ন স্কলারশিপ প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে না। হাঙ্গেরি কর্তৃপক্ষ কর্তৃক প্রার্থীদের অনলাইন পরীক্ষা গ্রহণ করা হবে এবং অনলাইন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে স্কলারশিপ প্রদান নির্ধারিত হবে।

আরও পড়ুন

হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ দিয়ে আসছে। ২০১৯ সালে বাংলাদেশে চালু হয় এই স্কলারশিপ। এই স্কলারশিপের অধীন টিউশন ফি সম্পূর্ণ ফ্রি। পাশাপাশি পাওয়া যাবে স্বাস্থ্যবিমাও। তবে আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট ও ডক্টরাল—তিনটির যেকোনো একটিতে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। দেশটির ৩০টি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যাবে এ বৃত্তির আওতায়।

শিক্ষার্থীদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন

বৃত্তির লক্ষ্য

স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতিবছর ৫ মহাদেশের প্রায় ৮০টি দেশের ৫ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থী এ বৃত্তি নিয়ে পড়াশোনা করছেন। এই বৃত্তির লক্ষ্য হলো হাঙ্গেরিতে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা বাড়ানো এবং হাঙ্গেরির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শীর্ষ বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে উত্সাহিত করা।

আরও পড়ুন

স্নাতক, স্নাতকোত্তর প্রোগ্রামে যেসব সুবিধা পাওয়া যাবে—

*পড়াশোনার জন্য টিউশন ফি ফ্রি;

*পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য মাসিক ফি;

*ডরমিটরিতে বিনা মূল্যে আবাসনসুবিধা;

*স্বাস্থ্যবিমার সুবিধা ।

আরও পড়ুন

ডক্টরাল প্রোগ্রামে যেসব সুবিধা পাওয়া যাবে—

*পড়াশোনার জন্য টিউশন ফি ফ্রি;

*পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য ৪ সেমিস্টারে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হবে;

*ডরমিটরিতে বিনা মূল্যে আবাসনসুবিধা;

*স্বাস্থ্যবিমার সুবিধা।