ইউরোপীয় পার্লামেন্ট ট্রেইনিশিপ, সুযোগ পাবেন ৮০০ জন

ইউরোপিয়ান পার্লামেন্ট শুমান ট্রেইনিশিপের জন্য আবেদন করতে পারবেন ১৮ বছর বয়সী যে কেউছবি: সংগৃহীত

ইউরোপীয় পার্লামেন্ট আন্তর্জাতিক শিক্ষার্থী এবং ইইরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর শিক্ষার্থীদের নানা প্রশিক্ষণের সুযোগ দেয়। ইউরোপীয় পার্লামেন্ট দুই ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। শুমান ট্রেইনিশিপ এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের সঙ্গে ট্রেইনিশিপ। শুমান ট্রেইনিশিপ নিয়ে এখানে বিস্তারিত তুলে ধরা হলো—

ইউরোপীয় পার্লামেন্টের অফিস ব্রাসেলস বা লুক্সেমবার্গে এসব প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রশিক্ষণের মেয়াদ পাঁচ মাস। শুমান প্রশিক্ষণের সময় মাসে মাসে অর্থ পাবেন শিক্ষার্থীরা। আবেদনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। নির্বাচিত প্রশিক্ষণার্থীরা নানা সুযোগ পাবেন।

প্রথম আলো ফাইল ছবি

শুমান ট্রেইনিশিপের বিস্তারিত—

  • ট্রেইনিশিপ দেশ: ব্রাসেলস বা লুক্সেমবার্গ

  • সময়কাল: ৫ মাস

  • আবেদন প্রতি বছর ১ থেকে ৩১ মে পর্যন্ত, এর প্রশিক্ষণ ১ অক্টোবর থেকে পরের বছর ২৮/২৯ ফেব্রুয়ারি

  • আবেদন প্রতি বছর ১ থেকে ৩১ অক্টোবর; এ প্রশিক্ষণের সময় প্রতি বছরের ১ মার্চ থেকে ৩১ জুলাই
    প্রশিক্ষণার্থীর সংখ্যা: প্রতিবছর ৮০০ জন প্রশিক্ষণের সুযোগ পাবেন।

ট্রেইনিশিপের সুবিধা—

  • নির্বাচিত প্রশিক্ষণার্থী পাবেন ভ্রমণ ভাতা

  • জীবনযাত্রার ব্যয় মেটাতে মাসিক বৃত্তি

  • প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বাসস্থান সুবিধা

প্রশিক্ষণের বিষয়গুলো—
• যোগাযোগ
• আইন
• বহুভাষা
• আন্তর্জাতিক সম্পর্ক
• প্রশাসন
• অবকাঠামো ও লজিস্টিকস
• ইইউ অভ্যন্তরীণ নীতি
• আইটি
• মানবসম্পদ
আরও অনেক বিষয়ে প্রশিক্ষণের সুযোগ আছে।

আরও পড়ুন

আবেদনের যোগ্যতা কি কি—

  • আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নেই;

  • ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশের শিক্ষার্থী বা যেকোনো দেশের নাগরিক হতে হবে;

কমপক্ষে বিশ্ববিদ্যালয় পর্যায়ে তিন বছরের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
ইইউর বাইরের নাগরিকদের জন্য করণীয়—

  • যে কেউ প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে, আপনাকে ভিসা, বসবাসের অনুমতি এবং প্রয়োজনীয় ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। ইউরোপীয় পার্লামেন্ট এসব ক্ষেত্রে কোনো ব্যয় বহন করবে না। ইউরোপীয় পার্লামেন্ট শুধু সীমিত ভ্রমণ ভাতা, মাসে বৃত্তিসহ কিছু ভাতা দেবে।

আরও পড়ুন

প্রয়োজনীয় কাগজপত্র—

  • বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনার সনদ।

  • একটি পাসপোর্ট ও পরিচয়পত্রের কপি।

  • সর্বশেষ ছয় মাস আগের অপরাধমূলক রেকর্ডের একটি অনুলিপি, থানা থেকে নিতে হবে।

আবেদনের পদ্ধতিসহজ বিস্তারিত দেখুন এখানে

আরও পড়ুন
আরও পড়ুন