বৃত্তি নিয়ে মিসরের আল–আজাহারে পড়ার সুযোগ পেলেন ১২ বাংলাদেশি

ফাইল ছবি

বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অন্যতম পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠান মিসরের আল–আজহার বিশ্ববিদ্যালয়। বিশ্বের অনেক শিক্ষার্থী ওই শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান। বাংলাদেশ থেকেও অনেক শিক্ষার্থী প্রতিবছর বৃত্তি পেয়ে এ বিশ্ববিদ্যালয়ে পড়তে যান । আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কয়েক শিক্ষার্থী। সেই তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

তালিকায় পোস্টগ্র্যাজুয়েশনে (স্নাতকোত্তর) ২ জন এবং আন্ডার গ্র্যাজুয়েশনে (স্নাতক) ১০ জনসহ মোট ১২ জনকে চূড়ান্ত পর্যায়ে নেওয়া হয়েছে। অ্যাডিশনাল বা অপেক্ষমান তালিকায় আরও ছয়জনকে রাখা হয়েছে।


**নির্বাচিতদের তালিকা দেখুন এখানে

নির্বাচিতদের তালিকা.pdf