স্পারসোর ২ ক্যাটাগরির ফেলোশিপ, মেয়াদ ১০ মাস, করুন আবেদন
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) ফেলোশিপের জন্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে জন্য রিসার্চ অ্যাসোসিয়েট (RA) ও জুনিয়র রিসার্চ ফেলো (JRF) ক্যাটাগরিতে এ ফেলোশিপ দেওয়া হবে। দুই ফেলোশিপের মেয়াদকাল সর্বোচ্চ ১০ মাস।
আবেদনের ন্যূনতম যোগ্যতা—
রিসার্চ অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে আবেদনের জন্য স্নাতক ডিগ্রিধারী এবং দুই বছর গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।
জুনিয়র রিসার্চ ফেলোর জন্য স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে।
গবেষণার অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলো হলো—
আবেদনের নিয়ম ও শর্ত—
১.
‘স্পারসো রিসার্চ ফেলোশিপ নীতিমালা’-তে বর্ণিত শর্ত, যোগ্যতা ও অন্যান্য বিষয়াদি অনুসরণপূর্বক অনলাইনে আবেদন করতে হবে। স্পারসো রিসার্চ ফেলোশিপ নীতিমালা এবং অনলাইনে আবেদনের গুগল ফরমের লিংক (Google Form-এর Link) স্পারসো-এর ওয়েবসাইটের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
২.
গুগল ফরমে (Google Form) চেয়ারম্যান, স্পারসো বরাবর আবেদনপত্র, বায়োডাটা, গবেষণা বিবৃতি ও আনুষঙ্গিক ডকুমেন্ট (পিডিএফ আকারে) বর্ণিত ফরমেটে সংযুক্ত করতে হবে “[Fellowship Category- RA/ JRF] [Name] [Document Type]”।
৩.
আবেদনকারীর দক্ষতা সম্পর্কে কোনো শিক্ষক বা প্রফেশনাল ব্যক্তি হতে Recommendation Letter সংযুক্ত করতে হবে।
৪.
আবেদন ও বাছাইপ্রক্রিয়ার কোনো পর্যায়ে আবেদনকারীকে কোনো ভাতা প্রদান করা হবে না।
৫.
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১ জুলাই ২০২৫, বিকেল ৫টা।
৬.
স্পারসো কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে ফেলোশিপ স্থগিতকরণ বা বাতিলের পূর্ণ অধিকার সংরক্ষণ করে।