চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীরা মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের দিলেন ২৭ লাখ টাকা শিক্ষাবৃত্তি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ১৫৭ শিক্ষার্থীর মধ্যে ২৭ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম এবং সভাপতিত্ব করেন চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি খান আতাউর রহমান সান্টু।

আরও পড়ুন

চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন ৫২ শিক্ষার্থীকে এককালীন ৮ হাজার করে ৪ লাখ ২০ হাজার টাকা, চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন, কানাডা ৫ শিক্ষার্থীকে এককালীন ১২ হাজার করে ৬০ হাজার টাকা, চুয়েটের প্রথম ব্যাচের শিক্ষার্থী মাহমুদুজ্জামান খান ৮০ শিক্ষার্থীকে এককালীন ২৪ হাজার করে টাকা ১৯ লাখ ২০ হাজার টাকা এবং প্রাক্তন শিক্ষার্থী কবির আহমেদ ভূঞা ২০ শিক্ষার্থীকে এককালীন ১৫ হাজার করে ৩ লাখ টাকা প্রদান করেন।

আরও পড়ুন

বৃত্তি প্রদানের বিষয়ে চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফিরোজ খাননুন ফরাজী বলেন, ‘চুয়েট সব সময়ই আমাদের ভালোবাসার জায়গা। চুয়েটের মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া, গবেষণায় আরও বেশি উদ্বুদ্ধ করতেই আমাদের এ প্রচেষ্টা। শিক্ষার্থীদের যেকোনো বিষয়ে সহযোগিতা করতে ও চুয়েটকে বিশ্বের দরবারে তুলে ধরতে আমরা দৃঢ় প্রত্যয়ী। আগামী বছরেও শিক্ষার্থীদের ৫০ লাখ টাকা বৃত্তি প্রদানের ইচ্ছা রয়েছে।’

আরও পড়ুন

২০০৮ সাল থেকে চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে এককালীন আর্থিক অনুদান ও সনদ প্রদান করে আসছে। সেই সঙ্গে চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন, অস্ট্রেলিয়া আগামী ডিসেম্বর মাসে শিক্ষার্থীদের ১০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন