যুক্তরাজ্যর ব্রিস্টল ইউনিভার্সিটিতে স্কলারশিপ, স্নাতকে ১৮ লাখ, স্নাতকোত্তরে দেয় ৩৬ লাখ

বিদেশি শিক্ষার্থীরা যে যে দেশে পড়তে যেতে চান, সেগুলোর মধ্য অন্যতম যুক্তরাজ্য। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বিদেশের শিক্ষার্থীদের জন্য দেয় নানা স্কলারশিপ। এ স্কলারশিপে মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন। বিশ্ববিদ্যালয়টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপের অধ্যয়নের সুযোগ দিচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির কেতাবি নাম ‘থিঙ্ক বিগ স্কলারশিপ’। আবেদন করা যায় অনলাইনে।

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের আওতায় সামাজিক বিজ্ঞান, আইন, কলা, প্রকৌশল, স্বাস্থ্যবিজ্ঞান, জীবনবিজ্ঞান ও বিজ্ঞান অনুষদভুক্ত যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করতে পারবেন শিক্ষার্থীরা। তবে মেডিসিন, ডেনটিস্ট্রি এবং ভেটেরিনারি সায়েন্স বিষয়ে স্কলারশিপ নেই। ‘থিঙ্ক বিগ স্কলারশিপে’ স্নাতকের মেয়াদ তিন বছর এবং স্নাতকোত্তরের মেয়াদ এক বছর। এ বছরের জন্য আবেদন শেষ হয়েছে। যারা এ বৃত্তির ব্যাপারে আগ্রহী তাঁরা আগামী বছরের জন্য এ বৃত্তির খোঁজ নিতে পারেন।

আরও পড়ুন

সুযোগ-সুবিধাসমূহ—

  • স্নাতকে সর্বোচ্চ ১৩ হাজার পাউন্ড (১ পাউন্ড সমান ১৩৯ টাকা ৮৬ পয়সা ধরে বাংলাদেশি টাকায় ১৮ লাখ ১৮ হাজার টাকার বেশি) প্রদান করা হবে।

  • স্নাতকোত্তরে সর্বোচ্চ ২৬ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৩৬ লাখ ৩৬ হাজার টাকার বেশি) প্রদান করা হবে।

    (এ হিসেব এ বছরের। আগামী বছর অর্থের পরিমান বা সুযোগ সুবিধা কমতে বা বাড়তে পারে।)

আরও পড়ুন
  • জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য ৩ হাজার পাউন্ড প্রদান করবে।

  • নেই আবেদন ফি।

ছবি: সংগৃহীত

*স্নাতকে আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন। (এ বছরের)

*স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন। (এ বছরের)

আরও পড়ুন
আরও পড়ুন