ইরাকের মুস্তানসিরিয়াহ বিশ্ববিদ্যালয় আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডিতে দিচ্ছে ৪৬৫ বৃত্তি

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের রাজধানীর বাগদাদের মুস্তানসিরিয়াহ বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে। বিশ্ববিদ্যালয়টি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য বৃত্তি দেবে। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে মোট ৪৬৫ জন বৃত্তি পাবেন।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৪৬৫টি বৃত্তির জন্য বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়টি আন্ডারগ্র্যাজুয়েটে ২৬৫, মাস্টার্সে ১২৫ ও পিএইচডিতে ৭৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করবে। নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফিসহ বৃত্তি পাবেন। গত ১৫ মার্চ আবেদন শুরু হয়েছে এই ৪৬৫ বৃত্তির। অনলাইনে আবেদন করা যাচ্ছে।

আরও পড়ুন

আবেদনের যোগ্যতা

** আন্ডারগ্র্যাজুয়েট (বিএসসি) প্রোগ্রামে ভর্তির জন্য মেডিসিনের শিক্ষার্থীদের শতকরা ৮৫, দন্তচিকিৎসা ও ফার্মেসিতে ৭৫, ইঞ্জিনিয়ারিং ও নার্সিংয়ে ৬৫ এবং মানবিক ও বিজ্ঞানসংক্রান্ত সব বিষয়ের শিক্ষার্থীদের শতকরা ৬০ নম্বর থাকতে হবে।

** চলতি বছরের ১ অক্টোবর আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষার্থীদের জন্য করণীয়

** শিক্ষার্থীদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইরাকি দূতাবাস বা নিজ দেশের অ্যাটাশে কর্তৃক স্নাতকের সনদ যাচাই করে নিতে হবে;

**১ অক্টোবর ২০২৩ থেকে শুরু হয়ে দুই বছর মেয়াদ থাকতে হবে পাসপোর্টের।

**প্রজেক্ট প্রপোজাল দিতে হবে।

**শিক্ষার্থীর অধ্যয়ন করা বিষয়ের প্রমাণ হিসেবে অধ্যাপকের কাছ থেকে দুটি সুপারিশপত্র থাকতে হবে।

**বিশ্ববিদ্যালয় কর্তৃক আবশ্যকীয় রেসিডেন্স প্রমাণসহ ও অন্য কাগজপত্র থাকতে হবে।

**দণ্ডপ্রাপ্ত না হওয়া ও স্বাস্থ্য সনদ থাকতে হবে।

**একজন শিক্ষার্থী আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডির যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। একাধিক আবেদন করা যাবে না।

শিক্ষাকাল:

**আন্ডারগ্র্যাজুয়েট (বিএসসি) প্রোগ্রামে শিক্ষাকাল চার বছর সব শিক্ষার্থীর জন্য। তবে মেডিসিন থেকে আসা শিক্ষার্থী ছয় বছর, দন্তচিকিৎসা, ফার্মেসি ও স্থাপত্যবিদ্যা থেকে আসা শিক্ষার্থীদের জন্য পাঁচ বছর শিক্ষাকাল।

**মাস্টার্স (বিএসসি)-তে ২ সেমিস্টার এবং ১ বছর (মোট ২৪ মাস বা কমপক্ষে ১৮ মাস) পড়তে হবে।

**ডক্টরাল প্রোগ্রাম (পিএইচডি)-তে ২ সেমিস্টার ও ২ বছরের গবেষণাকাল (৩৬ মাস বা কমপক্ষে ৩০ মাস)।

আবেদনের লিংক

https://cc.uomustansiriyah.edu.iq/scholarship/ এ বৃত্তির বিস্তারিত তথ্য মিলবে।

আবেদনের শেষ সময় কবে

আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের ফলাফল কবে

আবেদন গ্রহণের এক মাসের মধ্যে ১৫ জুলাই ২০২৩ তারিখে বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন