অস্ট্রেলিয়ার অ্যাওয়ার্ড স্কলারশিপে আইইএলটিএসে ৬.৫ হলে আবেদন, টিউশন ফির সঙ্গে বিমান টিকিট-বাসস্থান-শিক্ষা ভাতা

উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়া স্নাতক ও স্নাতকোত্তরে বৃত্তি দেয়। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও টেফ ইনস্টিটিউশন এ সুযোগ দিচ্ছে। এ বৃত্তির কেতাবি নাম অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ। এই স্কলারশিপের আওতায় অস্ট্রেলিয়ার প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোয় পড়ার সুযোগ মেলে। এগুলোর মধ্যে আছে অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি, ম্যাককুয়েরি বিশ্ববিদ্যালয় ও সিডনি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপের সুবিধা—

  • টিউশন ফি ছাড়াই পড়ার সুযোগ মিলবে;

  • নিজ দেশ থেকে যাতায়াতের জন্য বিমানে ইকোনমি ক্লাসের টিকিট;

  • বাসস্থানের জন্য এককালীন ভাতা;

  • বই ও শিক্ষা উপকরণের ভাতাও মিলবে;

  • পড়ার বিষয় ও বিভাগ অনুযায়ী অস্ট্রেলিয়াতে বসবাসের খরচ;

  • স্বাস্থ্যসেবা ও চিকিৎসা ব্যয়;

  • অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা ইংরেজি ভাষা শিক্ষা কোর্স, একাডেমিক সহায়তা, মাঠপর্যায়ের কাজ ও পুনর্মিলনীর জন্য বিমান ভাড়ার সুবিধাও আছে।

আরও পড়ুন

আবেদনের যোগ্যতাগুলো—

  • অংশগ্রহণকারী দেশগুলোর স্থায়ী নাগরিক হতে হবে;

  • অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের স্থায়ী নাগরিক হওয়া যাবে না;

  • বয়স ১৮ বছরের বেশি হতে হবে;

  • ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

  • আইইএলটিএসে স্কোর ৬.৫, টোয়েফল–আইবিটিতে স্কোর ৭৮, পিটিই স্কোর ৫৪ থাকতে হবে;

  • এ বৃত্তির অধীনের বিশ্ববিদ্যালয়গুলোয় পড়ার প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করা;

  • অস্ট্রেলিয়ার ভিসার প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করতে হবে।

    আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন