থাইল্যান্ডে বৃত্তি, আইইএলটিএস বা টোয়েফল ছাড়াই আবেদন

থাইল্যান্ডের সিরিনধর্ন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এসআইআইটি) বিদেশি শিক্ষার্থীদের দিচ্ছে স্কালারশিপ। স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আইইএলটিএস কিংবা টোয়েফল ছাড়াই বিনা মূল্যের এ স্কালারশিপে অধ্যয়নের ভাষা হবে ইংরেজি। স্নাতকোত্তর ডিগ্রির সময় ২ বছর এবং পিএইচডিতে ৩ বছর সময় লাগবে। এসআইআইটি থাইল্যান্ডের কেন্দ্রস্থলে অবস্থিত দেশটির শীর্ষস্থানীয় থমাসাত বিশ্ববিদ্যালয়ের অধীন একটি আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

আরও পড়ুন

বৃত্তির সুযোগ-সুবিধা

  • সম্পূর্ণ টিউশন ফি

  • শিক্ষাগত সহায়তা ফি (সম্পূর্ণ থিসিস সাপোর্ট)

  • মাসে মাসে জীবনযাপন ভাতা প্রদান

  • বিমানে যাতায়াতের খরচ

  • ভিসা ফি

  • স্বাস্থ্যবিমার সুবিধা

  • দুর্ঘটনা বিমার সুবিধা

  • নেই কোনো আবেদন ফি।

প্রয়োজনীয় কাগজপত্র

  • স্নাতকোত্তর ডিগ্রির জন্য স্নাতকে সিজিপিএ ন্যূনতম ২.৭৫

  • পিএইচডির জন্য স্নাতকোত্তরে সিজিপিএ ন্যূনতম ৩.৫০

  • জীবনবৃত্তান্ত (সিভি)

  • পরিকল্পিত উদ্দেশ্যবিবরণী (ন্যূনতম এক পৃষ্ঠা)

  • অফিশিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট

আরও পড়ুন

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের বিস্তারিত তথ্য ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৫।

নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: ৩০ মে ২০২৫

আরও পড়ুন