কাতার ইউনিভার্সিটির ফুল ফ্রি স্কলারশিপ, আইএলটিএসে ৬ হলেই আবেদন

বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে কাতার ইউনিভার্সিটি। ‘কাতার ইউনিভার্সিটি স্কলারশিপ প্রোগ্রাম-২০২৪’-এর আওতায় বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধাসমূহ-
*সম্পূর্ণ টিউশন ফি;
*আবাসন সুবিধা;
*বাৎসরিক ভাতা প্রদান;
*বিমানে যাতায়াতের টিকিট।

আরও পড়ুন

আবেদনের যোগ্যতা-
*সিজিপিএ-৪-এর মধ্যে ৩ থাকতে হবে;
*আইএলটিএস ব্যান্ডস্কোর ৬ থাকতে হবে;

প্রয়োজনীয় নথিপত্র-
*পাসপোর্ট
*জাতীয় পরিচয়পত্রের কপি
*একাডেমিক সব সনদ
*দুটি রেফারেন্স লেটার
*জীবনবৃত্তান্ত
*আইএলটিএস স্কোরের সনদ
*রিসার্চ প্রপোজাল এবং
* জিআরই/জিম্যাট স্কোরের সনদ/অন্যান্য পেপারস (যদি থাকে)।

আরও পড়ুন

আবেদনের প্রক্রিয়া-
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ৩৫০ কাতারি রিয়াল। বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ৫৪২ টাকা (১ কাতারি রিয়াল সমান
৩০.১২ বাংলাদেশি টাকা ধরে ২৫ ফেব্রুয়ারির হিসাবে)।

আবেদনের শেষ সময়-
আগ্রহীরা আগামী ১৩ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন
আরও পড়ুন