বিশ্ব বিজ্ঞান একাডেমির ফেলোশিপ, আবেদন করেছেন কি

বিদেশি শিক্ষার্থীদের গবেষণা ও উন্নত প্রশিক্ষণের জন্য তিন থেকে ১২ মাসের ফেলোশিপ দেয় বিশ্ব বিজ্ঞান একাডেমি টিডব্লিউএএস। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আজ সোমবার।
গবেষণার ক্ষেত্রগুলো—

  • কৃষি

  • জীববিজ্ঞান

  • রসায়ন

  • পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিদ্যা

  • ভূবিজ্ঞান (আর্থ সায়েন্স)

  • ইঞ্জিনিয়ারিং

  • গণিত

  • মেডিকেল সায়েন্স

  • মাল্টিডিসিপ্লিনারি।

আরও পড়ুন

সুযোগ-সুবিধাগুলো—

  • ফেলোরা প্রতি মাসে সর্বোচ্চ ৩০০ মার্কিন ডলার পাবেন;

  • বিমানের যাতায়াতের টিকিট;

  • আবাসন ও খাবারের ব্যবস্থা।

আবেদনের যোগ্যতা—

  • স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি;

  • প্রাকৃতিক বিজ্ঞান (ন্যাচারাল সায়েন্স)-এর ওপর গবেষণা করতে হবে;

  • আবেদনকারীকে কোনো একটি উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে এবং নিজ দেশ অথবা অন্য আরেকটি

  • উন্নয়নশীল দেশের গবেষণাপ্রতিষ্ঠানে কর্মরত থাকতে হবে;

  • যেকোনো বয়সের হলে আবেদন করা যাবে। তবে তুলনামূলক তরুণদের অগ্রাধিকার দেওয়া হয় এ ফেলোশিপে।