ওশান কান্ট্রি পার্টনারশিপ স্কলারশিপ, বাংলাদেশসহ চার দেশ পাবে ৫৬ বৃত্তি

অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ) এবং সেন্টার ফর এনভায়রনমেন্ট, ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার সায়েন্স (সেফাস) বাংলাদেশ, ভারত, ঘানা ও বেলিজের শিক্ষার্থীদের জন্য ওশান কান্ট্রি পার্টনারশিপ প্রোগ্রাম (ওসিপিপি) বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে। সমুদ্রবিজ্ঞানে ক্যারিয়ার গড়ে তুলতে ইচ্ছুক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

ইউএনবির খবরে বলা হয়েছে, যুক্তরাজ্য সরকারের ৫০০ মিলিয়ন ব্লু প্ল্যানেট তহবিল থেকে বৃত্তিগুলোর অর্থায়ন করা হবে। চার দেশের শিক্ষার্থীরা ৫৬টি বৃত্তি পাবেন।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে সামুদ্রিক বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রির জন্য অর্থায়ন করবে ওসিপিপি।

আরও পড়ুন

অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের প্রধান নির্বাহী ও মহাসচিব অধ্যাপক কলিন রিওর্ডান বলেছেন, আগামী শিক্ষাবর্ষে ঘানা, ভারত, বাংলাদেশ ও বেলিজের বিশ্ববিদ্যালয়গুলোতে চালু হওয়া এ বৃত্তি সমুদ্রবিজ্ঞানকে সামনে এগিয়ে নিতে সহায়তা করবে। এ ছাড়া পরবর্তী প্রজন্মের সামুদ্রিক বিজ্ঞানীদের মাস্টার্স অধ্যয়নের মাধ্যমে তাঁদের কর্মজীবন, দক্ষতা ও জ্ঞান বিকাশে সহায়তা করবে।

আরও পড়ুন

সেফাসের প্রধান নির্বাহী নিল হর্নবি বলেন, ‘ওশান কান্ট্রি পার্টনারশিপ প্রোগ্রাম স্কলারশিপের জন্য এসিইউর সঙ্গে কাজ করতে পেরে সেফাস আনন্দিত। এই বৃত্তিগুলো জীববৈচিত্র্যের ক্ষতি, সামুদ্রিক দূষণ ও টেকসই সামুদ্রিক খাবারের মূল চ্যালেঞ্জগুলো মোকাবিলা করবে।

আবেদন শেষ কবে

ওশান কান্ট্রি পার্টনারশিপ প্রোগ্রামে বৃত্তির আবেদন শেষ হবে আগামী সোমবার (২০ নভেম্বর)।

এ বৃত্তির বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন
আরও পড়ুন