নারী শিক্ষার্থীদের যুক্তরাজ্যের ৫ বিশ্ববিদ্যালয়ে পড়তে বৃত্তি দিচ্ছে ব্রিটিশ কাউন্সিল

স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) বিষয়ে নারীদের বৃত্তি দিচ্ছে ব্রিটিশ কাউন্সিল। এই বৃত্তি যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে স্টেম-সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনার জন্য বিশ্বের শতাধিক নারীকে সহায়তা করবে। ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ ফর উইমেন ইন স্টেমের জন্য অনলাইনে আবেদন করা যাবে। এ বৃত্তিতে যুক্তরাজ্যের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে। বিশ্ববিদ্যালয়গুলো হলো—কুইন মেরি ইউনির্ভাসিটি অব লন্ডন, অ্যাঙ্কলিয়া রাসকিন ইউনির্ভাসিটি, ইউনির্ভাসিটি অব গ্রিনউইচ, ইউনির্ভাসিটি অব সাউদাম্পটন, কভেন্ট্রি ইউনির্ভাসিটি।

আরও পড়ুন

ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ ফর উইমেন ইন স্টেম যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল বা গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনে আগ্রহী নারীদের সহায়তা করে। সম্মানজনক এই বৃত্তি দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, যুক্তরাষ্ট্রসহ নির্দিষ্ট কিছু অঞ্চলের শতাধিক নারীকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা আর্লি একাডেমিক ফেলোশিপ অর্জনের সুযোগ দেবে।

যুক্তরাজ্যের এই স্কলারশিপ স্কিমে টিউশন ফি, আবাসন খরচ, উপবৃত্তি, ভ্রমণের খরচ, ভিসা ও স্বাস্থ্য বা হেলথ কভারেজ ফি অন্তর্ভুক্ত আছে।

আরও পড়ুন

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো) ২০২২ সালের তথ্য অনুসারে, বিশ্বে ৩০ শতাংশের কম নারী গবেষক আছেন। এর মধ্যে ৩০ শতাংশ নারী শিক্ষার্থী উচ্চশিক্ষায় স্টেম-সংশ্লিষ্ট বিষয় বেছে নেন। যেহেতু একজন সাধারণ স্টেমকর্মী অন্যদের তুলনায় দুই-তৃতীয়াংশ বেশি উপার্জন করেন, তাই নারীদের স্টেমে ক্যারিয়ার গড়ার সমান সুযোগ দিলে তা বেতনে লৈঙ্গিক বৈষম্য কমাতে সাহায্য করবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৫-‘লিঙ্গসমতা অর্জন এবং সব নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন’ অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখবে।

আরও পড়ুন

* বৃত্তির আবেদনের প্রক্রিয়া, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়, কোর্সের সম্পূর্ণ তালিকাসহ আরও বিস্তারিত তথ্য মিলবে এ লিংকে

আরও পড়ুন