সৌদি আরবের বৃত্তি, এক আবেদনে ৫০ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ

ছবি: এআই/প্রথম আলো

সৌদি আরব এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্যস্থানগুলোর মধ্যে একটি। ইতিহাসসমৃদ্ধ, প্রাচীন সংস্কৃতি এবং সাংস্কৃতিক বিকাশের জন্য দেশটিতে এখন অনেকেই পড়াশোনা করতে যান। ঐতিহ্য এবং উদ্ভাবনে সমৃদ্ধ দেশটিতে বিদেশে শিক্ষার্থীদের আনাগোনা বেড়েছে। সৌদি আরব ২০২৫ শিক্ষাবর্ষের জন্য বৃত্তির ঘোষণা দিয়েছে। শর্তপূরণ সাপেক্ষে যেকেউ করতে পারবেন আবেদন। উচ্চশিক্ষা অর্জনের এ সুবর্ণ সুযোগে রিয়াদ, নিওম, জেদ্দা এবং মদিনার সৌন্দর্য উপভোগের সুযোগ থাকবে।

অনলাইন শিক্ষা, ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা, ইসলামিক স্টাডিজ অথবা অত্যাধুনিক প্রযুক্তিতে পড়াশোনার স্বপ্ন থাকলে সৌদি আরব হতে পারে আপনার গন্তব্য। বিশ্বের ১৭০টি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করেন সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। সৌদি আরবের ২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তিতে দেশটির ৫০টি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ মিলবে।

ছবি: এআই/প্রথম আলো
আরও পড়ুন

কারা আবেদন করতে পারবেন—

আন্তর্জাতিক শিক্ষার্থীরা সৌদি বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের পর পড়াশোনার সুযোগ মিলবে সৌদি আরবের নানা বিশ্ববিদ্যালয়ে।

ছবি: এআই/প্রথম আলো

সৌদি আরবে কেন পড়াশোনা করবেন—

  • পূর্ণ টিউশন ফি

  • মাসিক উপবৃত্তি

  • বিনামূল্যে আবাসনের ব্যবস্থা

  • বিনামূল্যে স্বাস্থ্যসেবা

  • যাতায়াতের জন্য বিমান টিকিট

  • আবেদনসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ১৪ জুন, ২০২৫

আরও পড়ুন