বাগেরহাট জেলা পরিষদ জেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি এবং সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা দেবে। এ জন্য আবেদন আহ্বান করেছে। বৃত্তি ও সম্মাননা পেতে আবেদনকারীকে জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আগ্রহী প্রার্থীরা ৩০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
বাগেরহাট জেলা পরিষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা এই বৃত্তি পেতে আবেদন করতে পারবেন। এ ছাড়া যেসব শিক্ষার্থী ২০২৩ সালে সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন, তাঁদের বিশেষ সম্মাননা প্রদান করবে জেলা পরিষদ। বৃত্তি ও সম্মাননার পেতে নির্ধারিত ফরম জেলা পরিষদ অফিস বা জেলা পরিষদের ওয়েবসাইট ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে বিনা মূল্যে সংগ্রহ করা যাবে।
বৃত্তি পেতে শর্ত
প্রার্থীকে ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেতে হবে;
বিশেষ সম্মাননা পেতে শিক্ষার্থীদের সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির প্রমাণপত্র থাকতে হবে;
মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও অতিদরিদ্র প্রার্থী জিপিএ-৪.৭৫ পেলেও আবেদন করতে পারবেন;
বৃত্তি ও সম্মাননা পেতে আলাদা আলাদা ফরমে আবেদন করতে হবে;
আবেদনের শর্ত, আবেদন ফরম ও বিজ্ঞপ্তিসহ অন্যান্য বিষয়ে জানতে এখানে ক্লিক করুন।