প্রথম আলো ফাইল ছবি

বাগেরহাট জেলা পরিষদ জেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি এবং সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা দেবে। এ জন্য আবেদন আহ্বান করেছে। বৃত্তি ও সম্মাননা পেতে আবেদনকারীকে জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আগ্রহী প্রার্থীরা ৩০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র শিক্ষাপ্রতিষ্ঠানে কেন এখন চ্যাটজিপিটি ব্যবহারে উৎসাহিত করছে

বাগেরহাট জেলা পরিষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা এই বৃত্তি পেতে আবেদন করতে পারবেন। এ ছাড়া যেসব শিক্ষার্থী ২০২৩ সালে সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন, তাঁদের বিশেষ সম্মাননা প্রদান করবে জেলা পরিষদ। বৃত্তি ও সম্মাননার পেতে নির্ধারিত ফরম জেলা পরিষদ অফিস বা জেলা পরিষদের ওয়েবসাইট ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে বিনা মূল্যে সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের কোন ১০ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা

বৃত্তি পেতে শর্ত

  • প্রার্থীকে ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেতে হবে;

  • বিশেষ সম্মাননা পেতে শিক্ষার্থীদের সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির প্রমাণপত্র থাকতে হবে;

  • মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও অতিদরিদ্র প্রার্থী জিপিএ-৪.৭৫ পেলেও আবেদন করতে পারবেন;

  • বৃত্তি ও সম্মাননা পেতে আলাদা আলাদা ফরমে আবেদন করতে হবে;

  • আবেদনের শর্ত, আবেদন ফরম ও বিজ্ঞপ্তিসহ অন্যান্য বিষয়ে জানতে এখানে ক্লিক করুন