চীন সরকারের বৃত্তি, ১১০০ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

চীন সরকার বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে পড়ার সুযোগ দিচ্ছে। চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের মাধ্যমে চায়না স্কলারশিপ কাউন্সিল (সিএসসি) ২০২৫-এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজিতে অধ্যয়নের সুযোগ পাবেন। বিশ্বের অন্য দেশের শিক্ষার্থীদের মতো বাংলাদেশি শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

চীনের প্রায় ১ হাজার ১০০-এর অধিক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রোগ্রামের আওতায় বিভিন্ন কোর্স অফার করে থাকে। এর মধ্যে প্রকৌশল, কৃষি, মেডিকেল ও স্বাস্থ্যবিজ্ঞান, বিজনেস, ম্যানেজমেন্টসহ অনেক বিষয়ে পড়ানো হয়।

ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

সুযোগ-সুবিধা

  • সম্পূর্ণ টিউশন প্রদান করবে

  • আবাসন সুবিধা প্রদান করবে

  • স্বাস্থ্যবিমা প্রদান করবে

  • মাসিক উপবৃত্তি হিসেবে মাস্টার্সের জন্য ৩ হাজার চায়নিজ ইউয়ান, পিএইচডির জন্য ৩৩ হাজার ৫০০ চায়নিজ ইউয়ান প্রদান করবে

  • গবেষণা ব্যয় প্রদান করবে

  • ল্যাবরেটরি, ইন্টার্নশিপ ও মৌলিক পাঠ্যপুস্তক ব্যবহারের সুবিধা প্রদান করবে

  • আবেদনের যোগ্যতা

  • আন্তর্জাতিক শিক্ষার্থী ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে

  • আবেদনকারীকে এক বছরের বেশি সময় ধরে চীনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকে অধ্যয়নরত থাকতে হবে

  • স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদনকারীর বয়স ৩৫ বছরের কম হতে হবে ও স্নাতক ডিগ্রি থাকতে হবে

  • পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদনকারীর বয়স ৪০ বছরের কম হতে হবে এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে

আরও পড়ুন

প্রয়োজনীয় কাগজপত্র

  • সিএসসি আবেদনপত্র

  • আবেদনকারীর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি

  • নোটারাইজড একাডেমিক সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট

  • দুটি রেফারেন্স লেটার (রেফারেন্স লেটারের নমুনা/প্রয়োজনীয়তার জন্য পিডিএফ)

  • মেডিকেল রিপোর্ট

  • আবেদনকারীর সিভি

  • ইংরেজি ভাষা দক্ষতার সনদ

  • পার্সোনাল স্টেটমেন্ট

  • স্টেটমেন্ট অব পারপাস

ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

আবেদন যেভাবে

শিক্ষার্থীদের প্রথমে সিএসসি পোর্টালে অনলাইনে আবেদন করতে হবে। প্রাথমিক পর্যালোচনায় পাস করলে কর্তৃপক্ষ একটি সংখ্যাযুক্ত প্রাথমিক পর্যালোচনা বিজ্ঞপ্তি ই-মেইল করবে। আবেদনকারীকে অনলাইনে ৬০০ CNY (অফেরতযোগ্য) আবেদন ফি পরিশোধের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন

যেভাবে CSC BIT ২০২৫ আবেদনটি সম্পূর্ণ করবেন

  • সিএসসি পোর্টালে বিআইটি সিএসসি বৃত্তি ২০২৫-এর জন্য প্রথমে নিবন্ধন করতে হবে শিক্ষার্থীদের

  • CSC পোর্টালে লগইন করার পর, BIT-এর জন্য প্রোগ্রাম ক্যাটাগরিতে B সিলেক্ট করতে হবে

  • উল্লিখিত দরকারি সব নথিসহ BIT বৃত্তির জন্য CSC ফর্মটি পূরণ করতে হবে।

আরও পড়ুন

আবেদনের শেষ সময়

আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি ২০২৫

** স্কলারশিপ বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন