আবেদনের যোগ্যতা
* আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক ও সরকারের মাধ্যমে মনোনীত হতে হবে
* আন্ডারগ্র্যাজুয়েট ও ডিপ্লোমায় আবেদনের জন্য প্রার্থীর বয়স ২৫ বছর বয়সের মধ্যে হতে হবে। পোস্টগ্র্যাজুয়েশনের জন্য বয়স হতে হবে ৩৫ বছরের মধ্য।
আবেদনের প্রক্রিয়া
আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে। এর পাশাপাশি আবেদনের প্রিন্ট কপিসহ সব হার্ড কপি ডকুমেন্ট জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন https://apply.ubd.edu.bn/orbeon/uis-welcome/
হার্ড কপি দেওয়ার ঠিকানা
আবেদনকারীকে সব ডকুমেন্টের সত্যায়িত কপিসহ আবেদনপত্রের হার্ড কপি সচিবালয়ের দুই নম্বর গেটসংলগ্ন অভ্যর্থনাকক্ষে নির্ধারিত বক্সে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত জমা দিতে হবে। খামের ওপর আবশ্যিকভাবে প্রেরক, প্রাপক (উপসচিব, বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা, কক্ষ নং: ১৭০৬, ভবন নং ০৬, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা), ID/Tracking Number এবং Program-এর নাম উল্লেখ করতে হবে।