আজারবাইজান সরকারের বৃত্তিতে টিউশন ফি, বাসস্থানসহ মিলবে মাসিক ভাতাও

বিশ্বের নানা দেশের শিক্ষার্থীদের জন্য ফুল ফ্রি স্কলারশিপ ঘোষণা করেছে আজারবাইজান। দেশটির কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভিন্ন ভিন্ন প্রোগ্রামে স্কলারশিপ দেওয়া হচ্ছে। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের এ মাসের শেষ দিন পর্যন্ত (২৮ ফেব্রুয়ারি) আবেদন করতে পারবেন।

যেকোনো বিষয়ে পড়ুয়া বিদেশি শিক্ষার্থীরা আজারবাইজান সরকারের বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তি পেলে বিনা মূল্যে পড়াশোনার পাশাপাশি মিলবে মাসিক ভাতাও। ওআইসিভুক্ত এবং ন্যামভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা আন্ডার গ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রির জন্য আবেদন করতে পারবেন। আইইএলটিএস ও টোফেল লাগবে না আজারবাইজান সরকারের এ বৃত্তির আবেদনে।
আজারবাইজান বৃত্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে https://opportunitydesk.info/azerbaijan-government-scholarship/ এ।

সুযোগ–সুবিধাসমূহ

* আজারবাইজান সরকারের স্কলারশিপে নির্বাচিত প্রার্থীদের সব খরচ বহন করা হবে।
* স্নাতক, মাস্টার্স ও ডক্টরাল ডিগ্রি প্রোগ্রামের জন্য টিউশন ফি মওকুফ
* নির্বাচিত কিছু শিক্ষার্থী আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খরচ পাবেন
* খাবার, বাসস্থান এবং ইউটিলিটি বিলের জন্য মাসিক ভাতা পাবেন শিক্ষার্থীরা
* চিকিৎসা বিমা
* ভিসা এবং রেজিস্ট্রেশন ফি

আবেদনের যোগ্যতা

* একাডেমিক রেকর্ড ভালো থাকতে হবে
* স্নাতক এবং জেনারেল মেডিসিন প্রোগ্রামের জন্য স্কলারশিপ পেতে আবেদনকারীকে অবশ্যই ২৫ বছরের কম বয়সী হতে হবে
* স্নাতক এবং রেসিডেন্সি প্রোগ্রামের জন্য স্কলারশিপ পেতে আবেদনকারীদের

অবশ্যই ৩০ বছরের কম বয়সী হতে হবে

* ডক্টরেট প্রোগ্রামের জন্য আবেদনকারীর বয়স অবশ্যই ৪০ বছর হতে হবে
আবেদন পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয়গুলোয় আবেদন করতে পারবেন না। স্কলারশিপের জন্য অবশ্যই দেশের কূটনৈতিক কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত হতে হবে। আজারবাইজান স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদনের বিস্তারিত আছে।
কী কী ডকুমেন্ট লাগবে
বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন করতে হলে আগ্রহী শিক্ষার্থীকে ভর্তির আবেদনের মাধ্যমে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে—
* ডিপ্লোমা এবং ট্রান্সক্রিপ্ট
* আন্তর্জাতিক পাসপোর্ট
* স্বাস্থ্য সার্টিফিকেট
* ৬টি ছবি
* অন্যান্য সার্টিফিকেট এবং ডিপ্লোমার কপি।

Md. Rashedul Alam Rasel

আজারবাইজানের যে যে বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পাওয়া যায়

* এডিএ বিশ্ববিদ্যালয়
* আজারবাইজান ইউনিভার্সিটি অব ল্যাঙ্গুয়েজেস
* আজারবাইজান স্টেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি
* আজারবাইজান স্টেট ইউনিভার্সিটি অব ইকোনমিক্স
* আজারবাইজান স্টেট ইউনিভার্সিটি অফ কালচার অ্যান্ড আর্টস
* আজারবাইজান স্টেট অয়েল অ্যান্ড ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি
* বাকু হাইয়ার ওয়েল স্কুল
* আজারবাইজান স্টেট পেডাগজিক্যাল ইউনিভার্সিটি
* আজারবাইজান আর্টস একাডেমি
* আজারবাইজান ইউনিভার্সিটি আর্কিটেকচারাল অ্যান্ড কনস্ট্রাশন
* আজারবাইজান ন্যাশনাল কনজারভেটরি
* আজারবাইজান টেকনিক্যাল ইউনিভার্সিটি
* আজারবাইজান মেডিকেল বিশ্ববিদ্যালয়
* আজারবাইজান ইউনিভার্সিটি অব ট্যুরিজম অ্যান্ড ম্যানেজমেন্ট
* বাকু স্টেট ইউনিভার্সিটি
* বাকু প্রকৌশল বিশ্ববিদ্যালয়
* বাকু স্লাভিক বিশ্ববিদ্যালয়
* নাখচিভান স্টেট ইউনিভার্সিটি
* বাকু মিউজিক একাডেমি
* খাজার বিশ্ববিদ্যালয়
* গাঞ্জা স্টেট ইউনিভার্সিটি
আবেদনসহ বিস্তারিত তথ্যের জন্য এখানে ঢুঁ মারুন (https://mfa.gov.az/en/content/399/scholarship)