কাঠমিস্ত্রির সন্তানদের জন্য সুপার বোর্ডের শিক্ষা বৃত্তি

আপনার ঘর বা অফিসের সাজসজ্জা, আসবাবপত্র, পণ্য মোড়কীকরণ বা উৎপাদনসংক্রান্ত সব প্রয়োজনীয় পণ্য ও সেবা নিয়ে এসেছে সুপার ফরমিকা ও লেমিনেশন লিমিটেড। ১৯৯৫ সালে এসএফএলএল গঠিত হওয়ার পর থেকেই তার প্লাস ৪৯৮ দশমিক সুবিধার মধ্যে উচ্চমানের বোর্ড, প্লাইউড, দরজার সামগ্রী উৎপাদন করে আসছে।

পরিবেশবান্ধব, সাশ্রয়ী মূল্যের এবং কাঠের ভালো বিকল্প এই বোর্ডগুলো হলো যেকোন ডেভেলপার, অন্দরসজ্জাকারী, নকশাকার বা আসবাব উৎপাদনকারীর জন্য সহজ সমাধান। বিদেশ থেকে আমদানি করা কাঁচামালের উন্নত গুণাবলি এবং প্রায় ৪০০ কর্মচারীর দক্ষতা ব্যবহার করে এসবিএমএল স্থানীয় ও বিদেশি উভয় বাজারেই তার পণ্যগুলো পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

বৃত্তি প্রদানের উদ্দেশ্য
যেহেতু এ ব্র্যান্ডের মূল আদর্শ হলো যত্নশীলতা, তাই সব অংশীদারের যত্ন নিয়ে থাকে সুপার বোর্ড। এই যত্নশীল মানসিকতাই স্থানীয় বাজারে সফলতার মূল কারণ।

অংশীদারদের একটা বড় অংশ হলো কারিগর বা কাঠমিস্ত্রি। এই পুরো মহামারিজুড়ে এবং ঈদের সময়ে নানা রকম নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উপহার দিয়ে তাদের পাশে আছে সুপার বোর্ড। এই সময়ে তাঁরা (কাঠমিস্ত্রি) তাঁদের সন্তানদের শিক্ষা, পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়েও খুব বিপদে আছেন। এই দৃঢ় বিশ্বাস থেকেই ২০২১ সালে তাঁদের সন্তানদের শিক্ষা বাবদ কিছু সহায়তার জন্য উদ্যোগ নিয়েছে সুপার বোর্ড, যেন তাঁরা তাঁদের সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে পারেন। এভাবেই সুপার বোর্ড অদূর ভবিষ্যতে এই জাতিকে শিক্ষায় আরও উন্নত করে তুলতে অবদান রাখবে।
কারা বৃত্তির জন্য যোগ্য

শুধু কর্মক্ষম কাঠমিস্ত্রির সন্তান যারা ২০২১ সালে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করবে, তারাই এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে। ঠিকাদার বা কারখানার মালিকেরা এই সুবিধার বাইরে থাকবেন। ছেলে এবং মেয়ে উভয় সন্তানের জন্যই এই বৃত্তি সুবিধা পাওয়া যাবে, যেন ছেলেমেয়েতে কোনো বৈষম্য না হয়।


বৃত্তি লাভের প্রক্রিয়া সম্পর্কে বিশদ তথ্য
* সব আবেদনকারীকে সুপার বোর্ড কর্তৃপক্ষ প্রদত্ত একটি ফরম পূরণ করে জমা দিতে হবে।
* ফরমটি বাংলাদেশের সব জেলায় সুপার বোর্ডের ডিলার শপ এবং জাতীয় পর্যায়ের বিক্রয়কর্মীর কাছ থেকে পাওয়া যাবে।
* বিশদ তথ্যের জন্য কল সেন্টারে যোগাযোগ করা যাবে-09614242424
* এ ছাড়া ই–মেইল করা যাবে[email protected]
বাংলাদেশের কাঠশিল্পে এ ধরনের বৃত্তি এই প্রথম দেওয়া হচ্ছে। অসাধারণ এই উদ্যোগ নিয়ে কাজ করছে সুপার বোর্ড মিলস লিমিটেড।