ঢাবি অ্যালামনাই ইন দ্য ইউকের শিক্ষা বৃত্তি, ট্রাস্ট ফান্ড গঠন চূড়ান্ত

বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউকে অ্যালামনাইর ট্রাস্ট গঠন প্রক্রিয়া চূড়ান্ত হলো ১১ জানুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এক অনাড়ম্বর স্বাক্ষরদান অনুষ্ঠানে দাতা অ্যালামনাই ইন দ্য ইউকের পক্ষে স্বাক্ষর করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, যা সাক্ষী হিসেবে প্রতিস্বাক্ষর করেন সংগঠনের দুজন সদস্য মোহাম্মদ আলী ও মোহাম্মদ কাদির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ। এর আগে অ্যালামনাইর তিন সদস্যের প্রতিনিধিদলকে নিজ কার্যালয়ে স্বাগত জানান উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি মানবিক সদিচ্ছা প্রদর্শনের জন্য অ্যালামনাইর সদস্যদের ধন্যবাদ জানান এবং আরও অনুদান দিয়ে ফান্ডকে উত্তরোত্তর সমৃদ্ধ করার আহ্বান জানান।

বিজ্ঞপ্তি

গত বছর অ্যালামনাইয়ের দান করা ১২ হাজার ৭১৫ পাউন্ড সমমূল্যের ১৫,০৪,৭০০ টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি স্থায়ী শিক্ষাবৃত্তি তহবিল গঠন করে। ২০২২-২৩ শিক্ষাবর্ষ এ তহবিল থেকে সুদ থেকে নির্বাচিত সব ফ্যাকাল্টির প্রথম বর্ষের গরিব ও মেধাবী নিয়মিত ছাত্রছাত্রীদের বছরে এককালীন ১২ হাজার টাকা করে বৃত্তি হিসেবে প্রদান করা হবে। বৃত্তি প্রদানে প্রতিবন্ধী, সামাজিক, নৃতাত্ত্বিক ও আঞ্চলিকভাবে অনগ্রসর/ ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে। ২০২১-২২ শিক্ষাবর্ষে বৃত্তি প্রদানের জন্য অ্যালামনাই আরও এক লাখ টাকা প্রদান করবে। ট্রাস্টটির পরিচালনা বোর্ডে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজন এবং অ্যালামনাই ইন দ্য ইউকে থেকে চারজন সদস্য রয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গাউস সুলতান এক বিবৃতিতে দলিল স্বাক্ষরদান অনুষ্ঠানকে একটি ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে এর প্রতিষ্ঠাকালীন সব দাতা ও সংগঠকের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, স্থায়ী শিক্ষাবৃত্তি তহবিল গঠন হওয়ায় ব্রিটেনপ্রবাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে এর বর্তমান প্রজন্মের সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রছাত্রীদের সহায়তা করার। তিনি এই তহবিলে মুক্তহস্তে দান করার জন্য অ্যালামনাই এবং অন্যান্য শিক্ষানুরাগী প্রবাসীদের প্রতি বিনীত আবেদন জানান। বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী দাতারা [email protected] ই–মেইলে যোগাযোগ করতে পারেন। সংবাদ বিজ্ঞপ্তি।