মিসর সরকারের শিক্ষাবৃত্তি পেলেন বাংলাদেশের ১২ শিক্ষার্থী

মিসর সরকারের শিক্ষাবৃত্তির আওতায় ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ও মাস্টার্স পর্যায়ের বৃত্তির জন্য মনোনয়ন পেলেন বাংলাদেশের ১২ শিক্ষার্থী। মাস্টার্স ও আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে এই শিক্ষার্থীরা বৃত্তি পেয়েছেন। গত বৃহস্পতিবার এই ১২ শিক্ষার্থীর নাম প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি পেয়েছেন নাদিম আল নাহিয়ান, নাজিব সাওকি ও আবদুর রহমান।

আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে বৃত্তি পেয়েছেন জান্নাতুল ফেরদৌস এশা, তাসনিম আশরাফি তাশফিয়া, আবিদ হায়দার স্বাধীন, মো. সুজন সরদার, মো. ইয়াকুব আলী, মোহাম্মদ ফাহিম আলী, মো. মাসুম বিল্লাহ, মো. আল আমিন ও মো. গালিব হোসেইন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মনোনয়ন বৃত্তিপ্রাপ্তির নিশ্চয়তা বিধান করে না। মিসরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক চূড়ান্তভাবে মনোনীত হওয়া ও মিসরের স্বরাষ্ট্র বিভাগ থেকে নিরাপত্তা ছাড় পাওয়ার ওপর বৃত্তিপ্রাপ্তি নির্ভর করে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে স্কলারশিপ–সংক্রান্ত সব তথ্য দেওয়া রয়েছে।

মিসর সরকারের শিক্ষাবৃত্তি পেলেন বাংলাদেশের ১২ শিক্ষার্থী.pdf