হাঙ্গেরির বৃত্তি পেলেন বাংলাদেশের ৯৬ শিক্ষার্থী

ফাইল ছবি

বাংলাদেশের ৯৬ জন শিক্ষার্থী হাঙ্গেরি সরকারের স্কলারশিপ পেয়েছেন। ৯৬ জনের মনোনয়নের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাঙ্গেরি সরকার ২০২১-২০২২ সালে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের ৯৬ জন শিক্ষার্থীকে মনোনীত করেছে। শিক্ষার্থীদের দুই বছর মেয়াদি এই উচ্চশিক্ষার সব ব্যয় খরচ করবে হাঙ্গেরি সরকার।

সম্প্রতি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

২০১৭ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, তিন বছর ধরে হাঙ্গেরি সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বার্ষিক ১০০টি বৃত্তি প্রদান করে আসছে।

নতুন সমঝোতা স্মারক অনুযায়ী, হাঙ্গেরি আগামী তিন বছর বাংলাদেশি শিক্ষার্থীদের বার্ষিক ১৩০টি করে বৃত্তি প্রদান করবে। শিক্ষার্থীরা হাঙ্গেরিতে পূর্ণ বৃত্তি সহকারে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন।

**বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা দেখুন এখানে