আইপি ক্যামেরায় কথা বলা ও নজরদারি

আইপি ক্যামেরা
আইপি ক্যামেরা

স্মার্টফোনে বাসা–বাড়ি বা অফিসের সার্বক্ষণিক পর্যবেক্ষণ–সুবিধার দুটি নতুন আইপি ক্যামেরা দেশের বাজারে এনেছে টেক রিপাবলিক। ক্যামেরা দুটির মধ্যে প্রোলিংক পিআইসি ৩০০১ মডেলের স্মার্ট ওয়াই–ফাই ক্যামেরাটি পাশে ৩৫০ ডিগ্রি কোণে এবং ওপরে-নিচে ১২০ ডিগ্রি পর্যন্ত ঘুরিয়ে নজরদারি করা যায়। এতে ২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ক্যামেরার আওতায় কোনো কিছুর নড়াচড়ার বিষয়টি অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর স্মার্টফোনে জানা যাবে।

ওয়াই–ফাই–সুবিধা থাকায় এ ক্যামেরার সঙ্গে ইন্টারনেট যুক্ত করতে নেটওয়ার্ক কেব্‌লের প্রয়োজন হয় না। ক্লাউড ছাড়াও ন্যাস, মাইক্রোএসডি (৬৪ জিবি পর্যন্ত), এমনকি মোবাইলেও ধারণকৃত ভিডিও সংরক্ষণ করা যায় পিআইসি ৩০০১ আইপি ক্যামেরায়। ক্যামেরাটির মাধ্যমে মোবাইলে কথা বলা যায়। অর্থাৎ মোবাইলের স্ক্রিনে দেখে কাজের খবরাখবর ছাড়াও অন্যদের সঙ্গে যোগাযোগ করা যায়।

ক্যামেরাটির দাম ৫ হাজার ২০০ টাকা। দুই দিকে ১১০ ডিগ্রি পর্যন্ত নজরদারিতে রাখতে সক্ষম পিআইসি ৩০০২ মডেলের আরেকটি আইপি ক্যামেরার দাম ৩ হাজার ৮০০ টাকা।