আউটসোর্সিং শেখার বই

আউটসোর্সিং ২: কাজ শিখবেন যেভাবে লেখক: মো. আমিনুর রহমান দাম: ২০০ টাকা পৃষ্ঠা: ১২৮ প্রকাশক: তাম্রলিপি, ঢাকা

আউটসোর্সিং শেখার বই
আউটসোর্সিং শেখার বই

বর্তমানে তরুণদের মধ্যে তথ্যপ্রযুক্তিভিত্তিক আউটসোর্সিং বেশ জনপ্রিয়। তবে শুরু করতে অনেকেই দ্বিধায় ভোগেন। কোথায় কাজ পাবেন, কীভাবে কাজ করবেন, কাজ শিখবেন কোথায়—নানা প্রশ্ন ঘুরপাক খায় আগ্রহীর মনে। এসব প্রশ্নের উত্তর মিলবে আউটসোর্সিং ২: কাজ শিখবেন যেভাবে বইতে। এটি লিখেছেন মো. আমিনুর রহমান।
২৩টি অধ্যায়ে বইটিতে পূর্ণাঙ্গভাবে আউটসোর্সিংয়ের কাজ শেখার পদ্ধতি ছবি এবং ভিডিও সাইটের ঠিকানাসহ বিস্তারিত আলোচনা করা হয়েছে। রয়েছে প্রয়োজনীয় অনেক তথ্য। বইটিতে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিকস ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া বিপণন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ই-মেইল বিপণন, প্রবন্ধ লেখা, ডেটা এন্ট্রি এবং গুগল অ্যাডসেন্স সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।
আরও আছে, কারা ফ্রিল্যান্সার হতে পারেন, শিক্ষার্থীরা কীভাবে কাজ করবেন ইত্যাদি। সফল উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারের সাক্ষাৎকারও আছে এতে। বইটির কয়েকটি অধ্যায়ে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ লেখকদের লেখা স্থান পেয়েছে। —নিজস্ব প্রতিবেদক