আমরা কোন ওয়েবসাইটে সবচেয়ে বেশি সময় কাটাই
কল্পনায় যত অদ্ভুত বিষয় নিয়েই ভাবুন না কেন, কোনো না কোনো ওয়েবসাইটে তা নিয়ে তথ্য আছেই। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জাল এতটাই বিস্তৃত। তবে ইন্টারনেটে এত এত ওয়েবসাইট থাকলেও আমরা কিন্তু গুটিকয় ওয়েবসাইটেই বেশির ভাগ সময় পড়ে থাকি।
যে ওয়েবসাইটগুলোয় বিশ্ববাসী সকাল-বিকেল বারবার ঢু মারতে থাকে, তার একটি তালিকা তৈরি করেছে ওয়েবসাইট তৈরির সেবা জাইরো। আর কোন ওয়েবসাইটে মানুষ কতক্ষণ সময় ব্যয় করেছে, সে তথ্য সংগ্রহ করা হয়েছে সিমিলারওয়েব থেকে।
তালিকার শুরুতেই আছে গুগল। এক বছরে নেটিজেনরা সার্চ ইঞ্জিনটিতে ২১ হাজার ৩২০ কোটি ঘণ্টা ব্যয় করেছেন। একবার ঢুকে গড়ে প্রায় ১২ মিনিট করে ওয়েবসাইটটি ব্রাউজ করেছেন।
তালিকায় পরের ওয়েবসাইটটির মালিকও গুগল। ইউটিউবে সব মিলিয়ে গত বছর ১৪ হাজার ২৬০ কোটি ঘণ্টা কাটিয়েছে বিশ্ববাসী। ভিডিও শেয়ার করার প্ল্যাটফর্মটিতে মানুষ টানা সবচেয়ে দীর্ঘ সময় ব্যয় করে থাকে। সিমিলারওয়েবের তথ্য অনুযায়ী, গেল বছর গড়ে একজন ব্যবহারকারী ইউটিউবে একবার ঢুকে প্রায় ২২ মিনিট করে থেকেছেন।
তালিকায় পরের তিনটি ওয়েবসাইটই সামাজিক যোগাযোগমাধ্যম। ৩ নম্বরে আছে ফেসবুক। বছরে ফেসবুক ব্যবহারকারীরা ওয়েবসাইটটিতে ৪ হাজার ৪৬০ কোটি ঘণ্টা ব্যয় করেন। আর একবার ঢুকে একজন ব্যবহারকারী গড়ে ১০ মিনিট ১৩ সেকেন্ড থাকেন।
চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা টুইটার ও ইনস্টাগ্রামে বছরে যথাক্রমে ১ হাজার ৩৪০ কোটি ও ৮৯০ কোটি ঘণ্টা ব্রাউজ করেন ব্যবহারকারীরা। প্রতিবার গড়ে সামাজিক যোগাযোগমাধ্যম দুটিতে যথাক্রমে ১০ মিনিট ৪৮ সেকেন্ড ও ৭ মিনিট ৩৪ সেকেন্ড ব্যয় করেন তাঁরা।