default-image

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মো. শাহিদ-উল-মুনীর ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস অ্যালায়েন্সের (উইটসা) এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো বিসিএস সভাপতি এই পদে নির্বাচিত হলেন।

উইটসার ২০২০-২২ মেয়াদের প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয় ১ ডিসেম্বর। সেদিন পদ বণ্টনের নির্বাচনে এই পদ পান শাহিদ-উল-মুনীর। এর আগে ১৭ নভেম্বর উইটসার সাধারণ পরিষদের সভায় তিনি পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হন। সম্মেলনে বিসিএস সভাপতি ভবিষ্যতে এশিয়া অঞ্চলে নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও বৈশ্বিক উন্নয়নে তাঁর পরিকল্পনা উপস্থাপন করেন।

বিশ্বের ৮০টি দেশের তথ্যপ্রযুক্তি সংগঠন নিয়ে গঠিত তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক সংগঠন উইটসা তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা খাতে বিশ্বব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগকে উৎসাহিত করে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪৮টি দেশের মধ্যে ২২টি বর্তমানে উইটসার সদস্য।

২০১৮-২০ মেয়াদকালে এশিয়া প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন জাপানের তোশিও আইওয়ামোটো।

বিজ্ঞাপন

উইটসার মহাসচিব জেমস পয়জ্যান্টসের স্বাক্ষরিত এক ই-মেইল বার্তায় শাহিদ-উল-মুনীরকে উইটসার আঞ্চলিক ভাইস চেয়ারম্যান নির্বাচনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

উইটসার নির্বাচনে জয়লাভ প্রসঙ্গে বিসিএস সভাপতি শাহিদ-উল-মুনীর বলেন, ‘উইটসার আঞ্চলিক ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়া নিঃসন্দেহে দেশের জন্য গৌরবের। তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক সংগঠন উইটসা বিশ্ব তথ্যপ্রযুক্তি উন্নয়নে ভূমিকা রাখছে। আগামী বছর দেশেই অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড কংগ্রেস অব আইটি (ডব্লিউসিআইটি) ২০২১। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস চেয়ারম্যান হিসেবে দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন এবং বৈশ্বিক বিনিয়োগ বাড়াতে আমার চেষ্টা অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, বাংলাদেশ কম্পিউটার সমিতি ১৯৯৮ সাল থেকে বিশ্ব তথ্যপ্রযুক্তি সংস্থা উইটসায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। বিসিএস সভাপতি শাহিদ-উল-মুনীর উইটসার ২০২০-২২ মেয়াদে নতুন এই দায়িত্ব পালন করবেন। ২০১৯-২০ মেয়াদে তিনি একই সংগঠনের পরিচালক পদেও দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য করুন