এবার ফোর্টনাইট গেমে হচ্ছে আরিয়ানা গ্রান্ডের কনসার্ট

ফোর্টনাইটের ভার্চ্যুয়াল জগতে অনুষ্ঠেয় কনসার্টে গান গাইবেন আরিয়ানা গ্রান্ডেএপিক গেমস

গত সপ্তাহে ভিডিও গেম ফোর্টনাইটের নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেমস ইঙ্গিত দিয়েছিল, ফোর্টনাইটের আসন্ন কনসার্টে গান গাইবেন একজন ‘রেকর্ড–ব্রেকিং সুপারস্টার’। সেই শিল্পী হলেন আরিয়ানা গ্রান্ডে। টুইটারে নিজেই তা জানিয়েছেন এই মার্কিন গায়িকা।

দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, ‘রিফ্ট ট্যুর’ নামের সিরিজে মোট পাঁচটি কনসার্টের আয়োজন থাকবে। ৬ আগস্ট শুরু হয়ে চলবে ৮ আগস্ট পর্যন্ত। কনসার্টগুলো আয়োজন করা হবে ভিডিও গেমের ভার্চ্যুয়ালজগতে। এপিক গেমসের পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো কনসার্টের এক ঘণ্টা আগে থেকেই ফোর্টনাইট গেমারদের প্রস্তুত থাকতে, যেন কনসার্ট শুরু হলে সরাসরি দ্রুত সেখানে যোগ দিতে পারেন তাঁরা। তবে ভিডিও গেমে কনসার্ট হয় কীভাবে?

ফোর্টনাইট গেম খেলতে হয় ভার্চ্যুয়ালজগতে। সেখানে প্রত্যেক খেলোয়াড় তাঁদের আভাটার নিয়ন্ত্রণ করেন। ডানে-বাঁয়ে বা সামনে-পেছনে নিতে পারেন। গেমে ভার্চ্যুয়াল কনসার্টও সেভাবেই অনুষ্ঠিত হবে। সেখানে আরিয়ানা নিজেও আভাটারের বেশেই যুক্ত হবেন। দর্শকও তা-ই।

ভালচার সাময়িকী লিখেছে, ভিডিও গেমের ভেতর কনসার্টের আয়োজন এই প্রথম নয়, আরিয়ানাও প্রথম শিল্পী নন। ফোর্টনাইটের আগের কনসার্টগুলোকেও সফল বলতেই হয়। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এক কোটির বেশি মানুষ মার্শমেলোর ভার্চ্যুয়াল কনসার্ট দেখেছেন। ২০২০-এর এপ্রিলে ট্র্যাভিস স্কটের কনসার্টে অংশ নেন ১ কোটি ২০ লাখ মানুষ।

ফোর্টনাইটে মার্শমেলোর কনসার্টের একটি অংশ দেখুন ভিডিওতে