এসিএম-আইসিপিসি ঢাকা পর্বের অনলাইন বাছাই আ

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং প্রতিযোগিতা এসিএম-আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি) এশিয়া রিজিওনাল ঢাকা পর্বে অনলাইন প্রতিযোগিতা আজ ৮ নভেম্বর দুপুর দুইটায় শুরু হবে। এবার ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০০ দল (প্রতিটি দলে তিনজন ছাত্র/ছাত্রী ও একজন কোচ) অংশগ্রহণের অনুমতি পেয়েছে।
অংশগ্রহণকারীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাবে বসে ইন্টারনেটের কোড মার্শাল সফটওয়্যার (http://algo.codemarshal.com) ব্যবহার করে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। অনলাইন প্রতিযোগিতায় দলগুলোর ফলাফল এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা কোটা অনুযায়ী ১২০টি দল ঢাকা পর্বের মূল আসরে অংশগ্রহণের সুযোগ পাবে।
আগামী ৫ ও ৬ ডিসেম্বর বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) নিজস্ব ক্যাম্পাসে হবে প্রতিযোগিতা। বিস্তারিত: www.bubt-cse.edu.bd। —বিজ্ঞপ্তি