কোঁকড়া চুলের রহস্য

বিজ্ঞানীরা প্রথমবারের মতো তৈরি করেছেন কোঁকড়া চুলের একটি ত্রিমাত্রিক (থ্রিডি) নমুনা। এতে চলচ্চিত্র ও কম্পিউটার অ্যানিমেশন নির্মাতারা সুবিধা পাবেন। পাশাপাশি কোঁকড়া চুলের ব্যাপারে নতুন ব্যাখ্যা মিলেছে।
কোঁকড়া চুলের লাফিয়ে লাফিয়ে নড়াচড়ার কারণ সম্পর্কে বিজ্ঞানীদের কাছে আগে কোনো সহজ গাণিতিক ব্যাখ্যা ছিল না। তাই অ্যানিমেশন ছবির অনেক চরিত্রের চুলগুলো হয় অনমনীয়ভাবে সোজা অথবা স্থিরভাবে দুই পাশে বাঁকানো অবস্থায় থাকতে দেখা যায়। তবে নতুন থ্রিডি নমুনাটি তৈরির পর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং ফ্রান্সের পিয়ের ও মেরি কুরি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এবার কোঁকড়া চুলের গঠন নিয়ে নতুন পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন।
এমআইটির প্রকৌশলী ও শিক্ষক পেড্রো রিস বলেন, মাথার সব চুলের মধ্যে সংঘর্ষ নয়, তাঁরা কাজ করছেন বিভিন্ন কোণে একটি চুলের কোঁকড়া হওয়া এবং গাণিতিকভাবে কোঁকড়া অংশের অনুপাত পরিবর্তিত হওয়ার ধরন নিয়ে।
থ্রিডি নমুনাটি চুল ছাড়াও নল, তার ও ইস্পাতের নলের বক্রতা নিয়ে পূর্বধারণা দিতে সহায়ক হবে। এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ফিজিক্যাল রিভিউ লেটার্স সাময়িকীতে। লাইভসায়েন্স।