কোন নিয়মে হবে বেসিসের নির্বাচন?
আগামী ৩১ মার্চ দেশের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাহী কমিটির নির্বাচন হওয়ার কথা। নির্বাচন পরিচালনা পর্ষদ সে ঘোষণাই দিয়েছে। এই নির্বাচনে দুই বছর মেয়াদি কমিটি গঠিত হবে।
কিন্তু গত বছরের ১৭ ডিসেম্বর বাণিজ্যমন্ত্রী এসআরও ৩৩৬-আইন/ ২০১৭ সংশোধন করে আগের বিধান বহাল রাখতে বাণিজ্যসচিব ও ডিটিওকে মৌখিক নির্দেশনা প্রদান করেন। গত ১১ জানুয়ারি এই তথ্য বেসিসসহ সব বাণিজ্য সংগঠনকে চিঠি দিয়ে জানায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন এফবিসিসিআই। এসআরও ৩৩৬-এ দুই বছর মেয়াদি কমিটির কথা ছিল।
এফবিসিসিআইয়ের চিঠির সূত্র ধরে জানতে চাইলে বেসিসের নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস এম কামাল প্রথম আলোকে বলেন, ‘যেহেতু আমাদের কাছে এখন পর্যন্ত ডিটিও থেকে কোনো চিঠি আসেনি, তাই বর্তমান নিয়মেই ৩১ মার্চ নির্বাচন হবে।’ অর্থাৎ দুই বছর মেয়াদি কমিটি গঠনের জন্য নির্বাচন হবে।
বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর এ ব্যাপারে বলেন, ‘আসলে নির্বাচন কমিশন এই বিষয়ে ভালো বলতে পারবে। তফসিল অনুযায়ী ৩১ মার্চ আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে।’
এর আগে ২০১৬ সালের ২৫ জুন বেসিসে প্রথমবারের মতো তিন বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির নির্বাচন হয়। প্রতি এক বছর শেষে তিন জন বা এক-তৃতীয়াংশ পরিচালকের অবসরে যাওয়ার কথা এবং শূন্য তিন পদে নতুন নির্বাচন হওয়ার কথা। বিষয়টি বেসিসের সংঘবিধিতে উল্লেখ ছিল। তখন স্ব-ইচ্ছায় নির্বাহী কমিটি থেকে কেউ কেউ পদত্যাগ না করায় লটারি হয়। এরপর তৎকালীন বেসিস সভাপতি মোস্তাফা জব্বার ডিটিওর কাছে আবেদন করেন লটারি নয় জ্যেষ্ঠতার ভিত্তিতে তিনজন যেন পদত্যাগ করেন। ডিটিও উভয় পক্ষের শুনানি করে বেসিসের সংঘবিধি সংশোধন করে সব পদে দুই বছর মেয়াদে নির্বাচন করার নির্দেশ দেন। এরপর বেসিস অতিরিক্ত সাধারণ সভার (ইজিএম) মাধ্যমে সংঘবিধি সংশোধন করে। সেটি ডিটিওর অনুমোদনের পর দুই বছর মেয়াদি কমিটি গঠনের জন্য ৩১ মার্চের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন পরিচালনা পরিষদ। রাহিতুল ইসলাম