গো জায়ানের যাত্রা শুরু

গো জায়ানের উদ্বোধন
গো জায়ানের উদ্বোধন

ভ্রমণপিপাসু পর্যটকদের অনলাইন সেবা দিতে যাত্রা শুরু করেছে গো জায়ান নামের একটি প্ল্যাটফর্ম। গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

গো জায়ান ব্যবহার করে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বুকিং দিতে পারবেন ব্যবহারকারী। এ ছাড়া স্থানীয় মুদ্রার বিনিময় হার জানা, অনলাইন হোটেল বুকিং সুবিধার মতো নানা সুবিধা দিতে গো জায়ান কাজ করবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর অনেক মানুষ দেশের বাইরে যান। অনেকে দেশে বেড়াতে আসেন। মানুষের আর্থিক সক্ষমতা বাড়ার ফলে অভ্যন্তরীণভাবে পর্যটন খাত বড় হচ্ছে। দেশে গড়ে উঠছে ডিজিটাল অবকাঠামো। এ ক্ষেত্রে গো জায়ান দারুণ ভূমিকা রাখবে।

গো জায়ান সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.gozayaan.com ঠিকানায়। বিজ্ঞপ্তি।