default-image

ঢাকায় ৪ ফেব্রুয়ারি থেকে আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনের নেটওয়ার্ক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। ‘ওএসপিএফ রাউটিং’ বিষয়ে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
এ কর্মশালায় আইএসপি চালানোর জন্য ‘ওএসপিএফ রাউটিং’ ব্যবহার সংক্রান্ত বিষয় জানতে পারবেন প্রশিক্ষণার্থীরা।
৪ ফেব্রুয়ারি নেটওয়ার্ক বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছেন বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের ডেপুটি কো-অর্ডিনেটর হাফিজুর রহমান।
সুনীল কান্তি বোস জানিয়েছেন, ‘দক্ষ জনবল তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ জরুরি।’
হফিজুর রহমান জানিয়েছেন, তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়নের জন্য আইএসপিএবি সহ অন্যান্য নেটওয়ার্ক বিষয়ক সংস্থাগুলোর বিভিন্ন প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমে উত্সাহ দেওয়া হবে।

বিজ্ঞাপন
প্রযুক্তি থেকে আরও পড়ুন
মন্তব্য করুন