বাংলা উইকিপিডিয়ায় ৫০ হাজার নিবন্ধ

কদিন আগে ৫০ হাজারতম নিবন্ধ যুক্ত হয়েছে মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ায়। ১৩ বছরের পথচলায় এটি বড় এক মাইলফলক। কীভাবে এ পর্যন্ত এল বাংলা উইকিপিডিয়া, তা একনজরে দেখা যাক।
২০০৪ : যাত্রা শুরু
অক্টোবর ২০০৬ : ১০ হাজার নিবন্ধ
ফেব্রুয়ারি ২০০৭ : ১৫ হাজার নিবন্ধ
জুন ২০০৯ : ২০ হাজার নিবন্ধ
জুলাই ২০১৫ : ৩০ হাজার নিবন্ধ
নভেম্বর ২০১৬ : ৪৫ হাজার নিবন্ধ
এপ্রিল ২০১৭ : ৫০ হাজার নিবন্ধ
বুরোক্র্যাট (নীতিনির্ধারক): তিনজন (রাগিব হাসান, তানভির রহমান ও বেলায়েত হোসেন)
প্রশাসক: ১৯ জন (জাহিন, রাগিব হাসান, বেলায়েত হোসেন, ডা. সপ্তর্ষী, মুহাম্মদ, জয়ন্ত নাথ, তানভির রহমান, নাসির খান সৈকত, সুব্রত রায়, আফতাবুজ্জামান, নুরুন্নবী চৌধুরী, নাহিদ সুলতান, তানভির মোর্শেদ, বোধিসত্ত্ব মণ্ডল, মহীন রীয়াদ, আশিক শাওন, ইন্তেখাব আলম চৌধুরী, ইব্রাহিম হোসেন মিরাজ ও ফেরদৌসুর রহমান)।
নিবন্ধিত ব্যবহারকারী: ১ লাখ ৪৪ হাজার ৯৭১
সক্রিয় ব্যবহারকারী (এপ্রিল ২০১৭): ৭৮৩ জন