ব্যাংকিং ও ফিন্যান্স

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, ব্যাংকিং ও ফিন্যান্স বিষয়ের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৪
১০। মানুষের ব্যক্তিগত জীবনের মতো ব্যবসায়িক ক্ষেত্রে কী পরিলক্ষিত হয়?
ক. অনিশ্চয়তা খ. সুখ
গ. পরিবার ঘ. নিশ্চয়তা
উত্তর: ক. অনিশ্চয়তা
১১। প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে কী বলে?
ক. অর্থায়নের ঝুঁকি খ. নিশ্চয়তা
গ. অর্থায়নের লাভ ঘ. নিরাপত্তা
উত্তর: ক. অর্থায়নের ঝুঁকি
১২। ঝুঁকির সৃষ্টি হয়—
ক. প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধানের সম্ভাবনা থেকে
খ. প্রত্যাশা ও প্রাপ্তির সমতার সম্ভাবনা থেকে
গ. ব্যবসায়ে লাভের সম্ভাবনা থেকে ঘ. সব কটি
উত্তর: ক. প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধানের সম্ভাবনা থেকে
১৩। প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয় বেশি হলেও কিসের সৃষ্টি হতে পারে?
ক. ক্ষতির খ. ঝুঁকির
গ. উত্পাদন ঘ. নিশ্চয়তা
উত্তর: খ. ঝুঁকির
১৪। কোনো বিনিয়োগকারী ১০০০ টাকা বিনিয়োগ করে ৫০০ টাকা লাভ আশা করে যদি ৬০০ টাকা পায়, সে ক্ষেত্রে কত টাকা ঝুঁকির উত্স বলে বিবেচিত হবে?
ক. ৫০০ খ. ৬০০
গ. ১০০ ঘ. ১৬০০
উত্তর: গ. ১০০
১৫। প্রত্যাশার বেশি লাভ হলে সেটা কেন ঝুঁকির উত্স বলে বিবেচিত হবে?
ক. অধিক আয়ের কারণ অজানা বলে
খ. আয় বেশি বলে
গ. অধিক অর্থ মানেই অধিক ঝুঁকি
ঘ. কম অর্থ মানেই কম ঝুঁকি
উত্তর: ক. অধিক আয়ের কারণ অজানা বলে
১৬। ঝুঁকির আরেকটি ধারণা হলো—
ক. সমতা খ. উত্থান-পতন
গ. নিরাপত্তা ঘ. স্থিতিশীলতা
উত্তর: খ. উত্থান-পতন
১৭। যত বেশি উত্থান-পতন হবে—
ক. ঝুঁকি তত কম
খ. ঝুঁকি তত বেশি
গ. অনিশ্চয়তা তত কম
ঘ. লাভ তত বেশি
উত্তর: খ. ঝুঁকি তত বেশি
১৮। আধুনিক কালে ঝুঁকি বলতে বোঝায়—
ক. অনিশ্চয়তার যে অংশ অপরিমেয়
খ. নিশ্চয়তার যে অংশ পরিমাপযোগ্য
গ. অনিশ্চয়তার যে অংশ পরিমাপযোগ্য
ঘ. নিশ্চয়তার যে অংশ অপরিমেয়
উত্তর: গ. অনিশ্চয়তার যে অংশ পরিমাপযোগ্য
১৯। নিচের কোনটি থেকে ঝুঁকির সৃষ্টি হয়—
ক. ব্যবসায় খ. অর্থ
গ. বিনিয়োগ ঘ. অনিশ্চয়তা
উত্তর: ঘ. অনিশ্চয়তা
২০। সব অনিশ্চয়তাই—
ক. ঝুঁকি খ. ঝুঁকি নয়
গ. ঝুঁকির কাছাকাছি ঘ. স্বল্প ঝুঁকি
উত্তর: খ. ঝুঁকি নয়।
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল